শ্রেয়া চ্যাটার্জি – পৃথিবীর এক প্রান্তে যখন দেখা যাচ্ছে আতস বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হচ্ছে এক গর্ভবতী হাতিকে, তখনই অন্য প্রান্তে ঘটে যাচ্ছে আরেকটি মনমুগ্ধকর ঘটনা, এক প্রতিবন্ধী মানুষকে এক কুকুর টেনে টেনে নিয়ে যাচ্ছে একটি কুকুর। ভাবা যায়, একটি পশুর মধ্যে যে সহানুভূতি ভালোবাসা রয়েছে, মানুষের মধ্যে থেকে তা আজ হারিয়েছে। হাতিকে এমন আতস বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলার জন্য গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
মানুষ কি আর সত্যি মানুষ আছে? এই নিয়ে প্রশ্ন উঠেছে! কিন্তু কী আশ্চর্য, এই পশুটির মধ্যে কোন শিক্ষা নেই দীক্ষা নেই। এমনকি অনেকেই যে কুকুর বলে তাকে ঘেন্না করে থাকে। আর সেই কুকুরটি এক অসাধারণ মানবিক ঘটনা ঘটিয়ে সাধারণের মন জয় করে নিল। কুকুর ভীষণ প্রভুভক্ত জীব। সে মানুষের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠতে পারে। প্রভুর দুঃখ-কষ্ট, মন মেজাজ খারাপ, ভালো সব সে টের পায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowThe best time to make friends is before you need them? pic.twitter.com/B9zl7pZt9B
— Susanta Nanda IFS (@susantananda3) June 1, 2020
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই ভিডিওটি দেখে অবশ্য কমেন্ট করেছেন যে এটি অনেক পুরনো ভিডিও, যা মেক্সিকোতে হয়েছিল। কুকুরটি সামনে উঠিয়ে তার সামনের পা দুটো দিয়ে হুইল চেয়ার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মালিককে সাহায্য করার কত ইচ্ছা তার। আর সেই জায়গায় মানুষ কি করছে? আজ এই প্রশ্নই প্রত্যেকের মনে। আজকের দিনে দাঁড়িয়ে হাতির ঘটনাটি প্রত্যেকটি মানুষের মনকে কাঁদিয়েছে।