Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হালাল পদ্ধতিতে পশুহত্যা নিষিদ্ধের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, বিপাকে অখন্ড ভারত মোর্চা

অখন্ড ভারত মোর্চা নামে একটি সংগঠনের তরফে হালাল পধতিতে মাংস না খাওয়ার একটি আবেদন জানানো হয়। তাদের মতে এই পদ্ধতি খুবই নৃশংস, তাই এটি বন্ধ করা উচিৎ। কিন্তু সেই মামলা…

Avatar

অখন্ড ভারত মোর্চা নামে একটি সংগঠনের তরফে হালাল পধতিতে মাংস না খাওয়ার একটি আবেদন জানানো হয়। তাদের মতে এই পদ্ধতি খুবই নৃশংস, তাই এটি বন্ধ করা উচিৎ। কিন্তু সেই মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চের তরফে জানানো হয় খাওয়া নিয়ে কোন মত দিতেপারে না কোন আদালত।

হালাল পদ্ধতিতে পশুহত্যা নিষিদ্ধের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, বিপাকে অখন্ড ভারত মোর্চা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এক্ষেত্রে কেউ যদি হালাল মাংস খেতে চান তারা তাই খাবেন, আর যারা ঝটকা মাংস খেতে চান তারাও তাই খাবেন।জানা গিয়েছে পশুদের ওপর অত্যাচার আইনের ২৮ ধারায় মুসলিমদের ক্ষেত্রে হালাল পদ্ধতিতে হত্যা করা পশুর মাংস ও ঝটকা পদ্ধতিতে তৈরি মাংস হিন্দুদের ক্ষেত্রে খাওয়ার অধিকার দেওয়া হয়েছে।

হালাল পদ্ধতিতে পশুহত্যা নিষিদ্ধের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, বিপাকে অখন্ড ভারত মোর্চা

এই নিয়ম দুটি নাকি পশু অত্যাচারের বাইরে কিন্তু তাও মানতে নারাজ অখন্ড ভারত মোর্চা নামক ওই দল। কিন্তু তাদের আবেদনও মানতে নারাজ দেশের উচ্চ আদালত।

 

About Author