করোনা আতঙ্কে পিছিয়ে গেছে অর্থবর্ষের সময়সীমা। ২০১৯-২০২০ অর্থবর্ষের সময়সীমা ৩১ শে মার্চ, ২০২০ থেকে পিছিয়ে ৩০ শে জুন ২০২০ করেছে কেন্দ্র। আগামী অর্থবর্ষ শুরু হবে ১ লা জুলাই থেকে। এবার আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। একইসঙ্গে বাড়ানো হয়েছে প্যান নাম্বারের সঙ্গে আধার যোগ করার সময়ও।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, আগামী ৩০ শে জুন, ২০২০ পর্যন্ত জমা দেওয়া যাবে আইটি রিটার্ন। একইসঙ্গে কমে যাচ্ছে সুদের হারও। এই সুদের হার ১২ শতাংশ থেকে কমে হচ্ছে ৯ শতাংশ। কমে যাচ্ছে টিডিএস জমার খরচও। ১৮ শতাংশের থেকে কমে তা হল ৯ শতাংশ। জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময়ও আগামী ৩০ শে জুন পর্যন্ত বাড়াল কেন্দ্র। ৫ কোটি বা তার কম আয়যুক্ত কোন কোম্পানিকেই দিতে হবে না কোন অতিরিক্ত সুদ বা পেনাল্টি। বড় কোম্পানির ক্ষেত্রেও সময়সীমার পর ১৫ দিন পর্যন্ত কোন সুদ দিতে হবে না। তার পর থেকে সুদ ৯ শতাংশ হারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন, প্যান ও আধার নাম্বার সংযোগের সময়সীমাও বৃদ্ধি করেছে সরকার। আগামী ৩০ শে জুন, ২০২০ পর্যন্ত প্যান নাম্বারের সঙ্গে আধার সংযোগের কাজ করা যাবে জানিয়েছে কেন্দ্র। বর্তমানে এই আধার সংযোগের সময়সীমা ছিল ৩১ শে মার্চ পর্যন্ত। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও।