Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Video: সালমান খানও চোখ ফেরাতে পারেননি, সেই গোরি নাগোরি নাচ মন জয় করছে সবার

রাজস্থানের নাগৌরের বাসিন্দা গোরি মালিক এবং আমরা সবাই তাকে গোরি নাগোরি নামে চিনি। রাজস্থান ও হরিয়ানায় তাকে 'শাকিরা' নামেও ডাকা হয়। এর মূল কারণ হলো গোরি নাগোরি একজন আন্তর্জাতিক পপ…

Avatar

রাজস্থানের নাগৌরের বাসিন্দা গোরি মালিক এবং আমরা সবাই তাকে গোরি নাগোরি নামে চিনি। রাজস্থান ও হরিয়ানায় তাকে ‘শাকিরা’ নামেও ডাকা হয়। এর মূল কারণ হলো গোরি নাগোরি একজন আন্তর্জাতিক পপ স্টারের মতো করে নাচতে পারেন। তার ব্যালে নাচও বেশ জনপ্রিয়, যা নিয়ে সালমান খানও পাগল হয়েছিলেন এক সময়। ইউটিউবে, আমরা গোরি নাগোরির একটি পুরানো নাচের ভিডিও লক্ষ্য করেছি যেটা নতুন করে ভাইরাল হতে শুরু করেছে ইদানিং। ভিডিওটিতে দেখা গিয়েছে তিনি একটি রাজস্থানি লোকসংগীতে পারফর্ম করছেন। তার স্টাইল এমন যে দর্শকরা এক সেকেন্ডের জন্যও চোখ ফেরাতে পারবেন না।

গোরি নাগোরির এই নাচের ভিডিওটি এক মাস আগেই এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল। এইটুকু সময়ের মধ্যে কত ভিউজ হয়েছে আপনি ভাবতেও পারবেন না, এতই তার নাচের জনপ্রিয়তা। খবরটি লেখার সময় পর্যন্ত এই ভিডিওটি ৪ লাখ ৯০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিওর বিবরণে বলা হয়েছে, যোগী গানে এই পারফর্ম করেছেন তিনি। খোলা মঞ্চে লাল পোশাকে তাকে মানাচ্ছে বেশ। তিনি পুরো রাজস্থানি পোশাক পরে সেখানে পৌঁছেছেন। পরিবেশ সম্পূর্ণ দেশীয় এবং গোরি নাগোরি হরিয়ানভি বা রাজস্থানি জার্কি গানে নয়, জনপ্রিয় লোকসংগীত যোগী গানেতে পারফর্ম করছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বপ্না চৌধুরীর মতো ‘বিগ বস ১৬’-এ দেখা গিয়েছিল এই শিল্পীকে। নাচ দিয়ে ভক্তদের পাগল করে দেওয়া গোরি নাগোরিও ক্রমে উঠে এসেছেন জনপ্রিয়তার শিখরে। এ সময় তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। গোরি নাগোরির নাচ দেখে সালমান খান তার প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। শো-তে গোরির সঙ্গে শভি ঠাকরে, সাজিদ খান, আবদু রোজিক, সুম্বুল তৌকির খান এবং নিমরত কৌর আলুওয়ালিয়ার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল।

About Author