আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় বন্ধ হতে চলেছে গুগল সার্চ ইঞ্জিন, কিন্তু কেন?

Advertisement

Advertisement

সিডনি: অস্ট্রেলিয়ার মতো দেশে বন্ধ হতে চলেছে গুগল সার্চ ইঞ্জিনের পরিষেবা। গুগল কর্তৃপক্ষ ও অস্ট্রেলিয়া সরকারের সংঘাতের কারণেই বন্ধ হতে পারে গুগোল সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার সরকার নতুন ডেটা পলিসিতে ঘোষণা করে, গুগোল নিউজ বা ফেসবুকের মত প্লাটফর্মে কোন খবর প্রকাশিত হওয়ার আগে প্রকাশককে দিতে হবে টাকা এই খবরের জন্য। এই দাবি গুগোল না মানায় অস্ট্রেলিয়ার বসবাসকারী ব্যক্তির পাবেননা সুবিধা গুগল সার্চ ইঞ্জিনের।

Advertisement

গুগলের পরিচালক সংস্থা অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকারের নয়া তথ্য প্রযুক্তি সংক্রান্ত এই আইন প্রত্যাহার না করলে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, মিডিয়া বাণিজ্যের জন্য ক্ষতিকর এই নিয়ম, তাই অস্ট্রেলিয়ার প্রায় ৯৪ শতাংশ গ্রাহক গুগল ব্যবহার করলেও গুগল সার্চ ইঞ্জিন এর পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে গুগলের প্রতিনিধি মেল সিলভা বলেছিলেন, ‘‘যে খসড়া তৈরি করা হয়েছে, সেটিই আইন হিসেবে চালু করা হলে অস্ট্রেলিয়ায় আমাদের সার্চ ইঞ্জিন পরিষেবা বন্ধ করা হতে পারে।’’ মরিসন এই বক্তব্যে মন্তব্য করেন, ‘‘অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে গেলে এ দেশের পার্লামেন্ট নির্ধারিত আইন মেনেই করতে হবে।

Advertisement

অস্ট্রেলিয়া সরকারের যুক্তি দেখান, গুগল বা ফেসবুকের মতো সংস্থা তাঁদের দেশের প্রকাশকদের নানা ‘কনটেন্ট’ প্রকাশ এবং প্রচার করে বেশি মুনাফা করে। যাতে দেশের প্রকাশকেরাও সেই মুনাফার অংশ পান, তাই জন্যই এই আইন। কিন্তু গুগোল এই আইনের বিরুদ্ধে থাকায় আগামী সপ্তাহেই হয়তো বন্ধ হয়ে যেতে পারে গুগল সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়ায়।

Advertisement

Recent Posts