Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিনামূল্যে রেল স্টেশনে ওয়াইফাই পরিষেবা বন্ধ করল গুগল

Updated :  Tuesday, February 18, 2020 7:23 PM

রেলস্টেশনে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের ওপর ইতি টানলো গুগল। সোমবার জানানো হয়েছে গুগল স্টেশন প্রকল্পের আওতায় আর বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে না। তাদের মতে বর্তমান সময়ে সংযোগ ব্যবস্থা অনেক উন্নত এছাড়া মোবাইল ডেটা প্ল্যান অনেকটাই পকেট সুলভ তাই এই পরিষেবা প্রদানের কোনো প্রয়োজন নেই। তাছাড়া গ্রাহকদের ব্যবহার এতো বেড়ে গেছে যে গুগল স্টেশনের পক্ষে পরিষেবা উন্নয়নের পথ অনেক বেশি দুষ্কর হয়ে পড়েছে। ২০১৮ সালে গুগল-এর দেওয়া একটি তথ্য অনুযায়ী, ৪০০ স্টেশনে গড়ে মাসে ৮০ লাখ জন অ্যাক্টিভ গ্রাহক রয়েছেন।

ইতিমধ্যেই একটি পোস্টে বলা হয়েছে, “সাফল্যের পরবর্তী ধাপে ওঠার সময় এটা স্পষ্ট যে, আগের তুলনায় ইন্টারনেট ব্যবহার অনেকটাই সহজ ও সস্তা। সারা বিশ্বের মধ্যে ভারতে এখন প্রতি জিবি-তে অনেক সস্তায় মোবাইল ডেটা পাওয়া যায়। ২০১৯ সালে ট্রাই-এর দেওয়া তথ্যে দেখা গেছে যে, গত ৫ বছরে মোবাইল ডেটার দাম ৯৫% কমেছে। বর্তমানে ভারতীয় ইউজাররা প্রতি মাসে গড়ে মাথাপিছু প্রায় ১০ জিবি বা তার বেশি ডেটা খরচ করেন। শুধু ভারত সরকারই নয় বহু দেশের সরকার ও স্থানীয় প্রশাসন সকলের জন্য সহজ ও কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে।”

আরও পড়ুন : সপ্তাহের মধ্যে বকেয়া বাবদ ৩৫ লক্ষ কোটি টাকা দেবে ভোডাফোন-আইডিয়া

প্রসঙ্গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে গুগল স্টেশন প্রকল্প ঘোষণা করেছিল গুগল এবং এর মূল উদ্দেশ্য ছিল ভারতের ৪০০ টি রেল স্টেশনে বিনা পয়সায় ওয়াইফাই পরিষেবা চালু করা। ২০১৮ সালের জুন মাসে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হয়। ভারতে গুগল স্টেশনের সাফল্যের পর ইন্দোনেশিয়া ও মেক্সিকোতেও এই প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে গুগল।