নিউজ

Gold Silver Price Today: বিয়ের মরশুমে দাম কমল সোনার, মুখে হাসি ফুটবে ক্রেতাদের

৩ দিন পর আজ রুপোর দাম কমেছে

Advertisement

Advertisement

বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে গোটা সপ্তাহের মধ্যে আজ শনিবার সামান্য কমেছে সোনা ও রুপোর দাম। এই বিয়ের মরশুমে এই দাম কমা অনেকটাই স্বস্তি দেবে ক্রেতাদের। আজকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

bankbazaar.com অনুযায়ী, আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৫৮ টাকা, যেখানে গতকালের দাম ছিল ৫০০৩ টাক। যার মানে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫ টাকা কমেছে। একইভাবে অন্যান্য ক্যারেটের দামেও কমতি লক্ষ্য করা গেছে। ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫২০৬ টাকা, যেখানে গতকালের দাম ছিল ৫২৫৩ টাকা, যার মানে দাম ৪৭ টাকা কমেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ২৪ ক্যারেট সোনা হল ৯৯.৯ শতাংশ খাঁটি।

Advertisement

সোনার পাশপাশি ৩ দিন পর আজ দাম কমেছে রুপোর। আজ এক কেজি রূপার বারের দাম ৬৭ হাজার টাকা, গতকালের দাম ছিল ৬৭,২০০ টাকা। অর্থাৎ দামে ২০০ টাকা কমানো হয়েছে। আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Advertisement

Recent Posts