Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Silver Price: বিয়ের মরশুমে লক্ষীবারেও ঊর্ধ্বমুখী সোনার দাম, মাথায় হাত ক্রেতাদের

Updated :  Thursday, November 24, 2022 2:31 PM

বছরে শেষে এই নভেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। আজ লক্ষীবার বৃহস্পতিবারে ফের এক ধাক্কায় অনেকটাই দাম বাড়লো মহামূল্যবান হলুদ ধাতুর। সোনার পাশাপশি রুপোর দামে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সোনা রুপোর সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

লক্ষ্মীবারে ফের বাড়ল সোনার দাম। বিয়ের মরশুমে বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী থাকার পর দাম বাড়ল সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৩০ টাকা। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এদিন ১ কেজি রুপোর দাম বেড়েছে ১,২০০ টাকা। আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৪৮,৫৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫২,৯৭০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম ৬২,২০০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।