Gold Price: সোনার দর পৌঁছালো ৫৮ হাজারে, সামনে কি আরও দুর্ভোগ?

ব্যবসায়ীরা জানাচ্ছেন, সোনার দাম এত বেশি হওয়ার কারণে ক্রেতাদের সোনা কেনার প্রতি আগ্রহ অনেকটাই কমে গিয়েছে

Advertisement

Advertisement

একেবারেই বাঁধ মানতে চাইছে না সোনার দাম। গত বছরের শেষ দিনে যেখানে সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫৫ হাজার ৭০০ টাকা, সেখানে জানুয়ারির প্রথম তিন সপ্তাহ পার করে মঙ্গলবার ১০ গ্রাম পাকা সোনার দাম পৌছে গিয়েছে ৫৮ হাজার টাকায়। Gst যোগ করলে এই দাম আরো বেশি। অর্থাৎ সমস্ত ট্যাক্স মিলিয়ে দশ গ্রাম পাকা সোনার দাম এই ৫৯,৭৪০ টাকা। এই অবস্থায় ক্রেতারা তো বটেই ব্যবসায়ী মহলেও আতঙ্ক বাড়ছে, কারণ অনেকেই এবার চিন্তা করতে শুরু করেছেন আর কতদূর যাবে সোনার দাম! বিশেষত বিশ্ববাজারে এই হলুদ ধাতুর দাম যেখানে দাঁড়িয়েছে, তা দেশে এই দরকে নামতে দেবে না বলেই মনে করছেন অনেকে। ফলে আগামী দিনে ক্রেতা এবং বিক্রেতাদের সামনে আরো দুর্ভোগ অপেক্ষা করছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

ব্যবসায়ীরা জানিয়েছেন গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই বছরের বিয়ের মরশুম। ফলে যে সমস্ত ক্রেতা গয়না কিনতে আসছেন তারা কার্যত নিরুপায় হয়ে বেশি দামে গয়না কিনছেন। বাকিরা কার্যত উধাও। সোনার এত বেশি দাম হবার কারণে গিফটের ক্ষেত্রেও সোনা কেনার প্রবণতা অনেকটা কমে গিয়েছে। যাদের খরচ করার ক্ষমতা একটু বেশি তাদের হাত ধরে বড় এবং মাঝারি দোকানগুলিতে কিছুটা সোনার বিক্রি হলেও মাছি তাড়াচ্ছে ছোট দোকানগুলি। ফলে চরম আর্থিক দুর্দশার মধ্যে পড়েছেন গয়নার কারিগররা। উল্লেখ্য, কলকাতা এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,০৫০ টাকা। হলমার্ক সোনার দাম পৌঁছেছে ৫৫,৯০০ টাকায়।

Advertisement

তার উপরে আবার সামনের সপ্তাহে বাজেট ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সপ্তাহ দু-এক এর মধ্যে আমেরিকায় জিডিপির হার প্রকাশ পেতে চলেছে। তারপরই শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভের বৈঠক হতে চলেছে। এইসবের দিকে চোখ রেখে লগ্নিকারীরা সোনা কিনেছেন। ফলে তার চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে সোনার দাম আরো বেশ খানিকটা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। ফলে স্বর্ণ শিল্প আরো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি সমর দে বলছেন, আন্তর্জাতিক বাজারে দর যে জায়গায় পৌঁছেছে তাতে আগামী কয়েক দিনে ভারতে সোনা আরো দামী হতে পারে। সে ক্ষেত্রে ৬০ হাজার টাকাও ছুঁতে পারে সোনার দাম। তাতে সংশ্লিষ্ট সমস্ত মহলের সমস্যা বাড়বে বৈ কমবে না।

Advertisement

Recent Posts