শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ২০ ই জানুয়ারি। সামনের মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তবে গত বছরের শেষ থেকেই সোনার দাম বারংবার ওঠা নামা করছিল। সপ্তাহের শুরুতে আজ সোমবার ফের দাম বাড়লো সোনার। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫০ টাকা। এদিন সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।
গুড রিটার্নস এর তথ্য অনুযায়ী, আজ সোমবার বাজার খুলতেই দাম বেড়েছে সোনার। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২,৩৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭,১১০ টাকা। তবে আজ অপরিবর্তিত রয়েছে রুপার দাম। সপ্তাহের শুরুর দিনে আজ রুপো এক কেজির দাম ৭২,৩০০ টাকা। বিয়ের মরশুমে এইভাবে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের। সোনার দাম বাড়লেও এ দিন রুপোর দাম বাড়েনি। গত কয়েক বছরে এ দিন সর্বোচ্চ রয়েছে সোনার দর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।