শুরু হয়ে গিয়েছে নতুন বছর। ২০২৩ সালের আগমনে খুশির আবহাওয়া দেশজুড়ে। আজ ২৪ ই জানুয়ারি। সামনের মাঘ মাসে রয়েছে বিয়ের সিজন। তাই এখন সোনা রুপা কেনার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তবে গত বছরের শেষ থেকেই সোনার দাম বারংবার ওঠা নামা করছিল। সপ্তাহের শুরুতে গত মঙ্গলবার ফের দাম বৃদ্ধি পেয়েছিল সোনার। মঙ্গলবার সোনার দাম ৫৭,৩৩২ টাকা প্রতি ১০ গ্রাম রেকর্ড স্তরে পৌঁছেছিল। এর আগে ২০২০ সালের আগস্টে, সোনা ৫৬,২০০ টাকা রেকর্ড করেছিল। আগের রেকর্ড থেকে এবার সোনার দাম বেড়েছে ১ হাজার টাকার বেশি। প্রায় দেড় বছর পর সোনার দামে এমন বৃদ্ধি দেখা যায়। তবে রেকর্ড স্পর্শের পর গত বুধবার এবং আজ শুক্রবার সামান্য হলেও দাম কমেছে মূল্যবান হলুদ ধাতুর।
চলতি বছরের শুরুতে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে হলুদ ধাতুর দাম ৬২ হাজার ও রূপো ৮০ হাজারের গণ্ডি স্পর্শ করতে পারে। আর তাতেই চিন্তায় পড়েছিলেন সকলেই। তাই দাম বেড়ে যাওয়ার আগে এখন সোনা কেনার উপযুক্ত সময় বলে মনে করছেন অনেকেই। গতকাল বৃহস্পতিবার বুলিয়ান মার্কেট বন্ধ থাকার পর আজ শুক্রবার মার্কেট খুলতে সোনা এবং রুপোর দাম গত বুধবারের তুলনায় সামান্য কমেছে। শুক্রবার বিকেলে, মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনা ২৭৪ টাকা কমে প্রতি ১০ গ্রাম ৫৬,৬৬৮ টাকার স্তরে দেখা গেছে। একই সময়ে রুপোর দাম ৪৩ টাকা কমে প্রতি কেজি ৬৮,৫৮৯ টাকায় লেনদেন হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।