লক্ষ্মীবারে সুখবর! সোনার দামে বড়সড় পতন ঘটল

Advertisement

Advertisement

কলকাতা: সোনা (Gold) সহ বিভিন্ন ধাতুর মুল্যে বড় পতন, লক্ষ্মীবারে সুখবর এল সাধারণ মানুষের জন্য। পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে যখন মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা তখন কিছুটা স্বস্তি দিচ্ছে সোনার মূল্য হ্রাস। আজ, বৃহস্পতিবারে (Thursday) কলকাতা (Kolkata) সহ রাজ্যে হ্রাস পেল সোনার দাম।

Advertisement

শুধু সোনার নয় আরও বিভিন্ন ব্যবহার্য ধাতুর দাম কমল। যা স্বাভাবিকভাবেই খুশি দিচ্ছে সাধারণ মানুশকে। কারন তেলের দাম প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এছাড়াও বিভিন্ন জিনিষের দাম ক্রমেই বেড়ে চলেছে যা নিয়ে চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মানুষের কপালে। এমন অবস্থায় মহার্ঘ সোনার দামে পতন সত্যিই সকলের জন্যই ভাল খবর।

Advertisement

২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে দামে এসেছে বড়সড় পতন। কলকাতায় ২২ ক্যারাট সােনার ১ গ্রামের দাম ৪,৫৯৫ টাকা (কমেছে ২৭ টাকা), ৮ গ্রাম সােনার দাম ৩৬,৭৬০ টাকা (কমেছে ২১৬ টাকা), ১০ গ্রাম সােনার দাম ৪৫,৯৫০ টাকা (কমেছে ২৭০ টাকা), ১০০ গ্রাম সােনার দাম ৪,৫৯,৫০০ টাকা (কমেছে ২,৭০০ টাকা) । ২৪ ক্যারাট সােনার ক্ষেত্রেও দামে এসেছে বড়সড় পতন।

Advertisement

২৪ ক্যারাট সােনার ১ গ্রামের দাম ৪,৮৬৫ টাকা (কমেছে ৩২ টাকা), ৮ গ্রামের দাম ৩৮,৯২০ টাকা (কমেছে ২৫৬ টাকা), ১০ গ্রামের দাম ৪৮,৬৫০ টাকা (কমেছে ৩২০ টাকা), ১০০ গ্রামের ৪,৮৬,৫০০ টাকা (কমেছে ৩,২০০ টাকা)। সোনার দামের মত তেলের দামেও পতন চাইছে সাধারণ মানুষ।

Recent Posts