নিউজ

Gold Price: রেকর্ড দামের চেয়ে ৩,০০০ টাকা কমে আজ বিকোচ্ছে সোনা, জেনে নিন আজকের রেট

বুধবার বুলিয়ন বাজারে সোনার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি

Advertisement

Advertisement

চলতি বছরের শুরু থেকেই ব্যাপক দাম ওঠানামা করছে সোনা ও রুপোর। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের। জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। কয়েকদিন ধরে মূল্যবান উভয় ধাতুরই দরপতনের প্রবণতা চলছে। সর্বকালের সর্বোচ্চ হারের চেয়ে প্রতি ১০ গ্রাম সোনা ৩০০০ টাকা কমে বিক্রি হচ্ছে আজ। বুধবার বুলিয়ন বাজারে সোনার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। এর আগে গত দুই দিন ধরেই সোনার দামের ধারাবাহিক পতন ছিল। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক আজ বাজারে সোনার দাম কেমন ছিল।

Advertisement

বুধবার বুলিয়ন বাজারে ২২ ক্যারেট সোনার দামে কোনো পরিবর্তন হয়নি। এর আগে মঙ্গলবার প্রতি দশ গ্রামে ১০০ টাকার পতন দেখা গিয়েছিল। GoodReturns ওয়েবসাইট অনুসারে, আজ বুলিয়ন বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম ছিল ৫২,৪০০ টাকা। এর আগে সোমবারও প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছিল ১০০ টাকা। এছাড়া ২৪ ক্যারেট সোনার দামেও কোনো পরিবর্তন দেখা যায়নি। এর আগে মঙ্গলবার প্রতি দশ গ্রামে ৭০ টাকার পতন দেখা গিয়েছিল। GoodReturns ওয়েবসাইট অনুসারে, আজ বুলিয়ন বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম ছিল ৫৭,১৬০ টাকা। এর আগে সোমবারও প্রতি দশ গ্রাম সোনার দাম ১৫০ টাকা কমেছিল।

Advertisement

তবে আপনাকে জানিয়ে রাখি, আগস্ট, ২০২০-এ, সোনা প্রতি দশ গ্রাম ৫৫,৪৪০ টাকায় সর্বকালের সর্বোচ্চ হারে পৌঁছেছে। আজ, যদি আমরা সোনার বর্তমান দামের সর্বকালের উচ্চ হারের সাথে তুলনা করি, তাহলে আপনি দেখতে পাবেন যে সোনা বর্তমানে প্রতি দশ গ্রাম ৩০০০ টাকা কমে বিক্রি হচ্ছে। বলা যেতে পারে, দাম বেড়ে যাওয়ার আগে এখনই সোনা কেনার আসল সময়। এমনিতেই বিশেষজ্ঞরা বলছেন, এই পতন সাময়িক। চলতি বছরে দীপাবলির মধ্যে সোনার দাম ৬৫ হাজার টাকা এবং রূপা ৮০ হাজার টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।