Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিরাট সুখবর! জন্মাষ্টমীর শুভক্ষণে লাফিয়ে দাম কমলো সোনার, সাথে সস্তা হয়েছে রূপোও

উৎসবমুখর বাঙালির জন্য আজকের দিনটা বেশ ভালো। জন্মাষ্টমীর শুভক্ষণে বাঙালির জন্য এল সুখবর। জন্মাষ্টমীর আগে এক ধাক্কায় অনেকটাই দাম কমলো হলুদ ধাতুর। হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন। দাম কমেছে সোনার। পরপর…

Avatar

উৎসবমুখর বাঙালির জন্য আজকের দিনটা বেশ ভালো। জন্মাষ্টমীর শুভক্ষণে বাঙালির জন্য এল সুখবর। জন্মাষ্টমীর আগে এক ধাক্কায় অনেকটাই দাম কমলো হলুদ ধাতুর। হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন। দাম কমেছে সোনার। পরপর দুদিন প্রায় একলাফে ১০০০ টাকা সস্তা হল সোনা। এই নিয়ে খুশির অন্ত নেই বাঙ্গালীদের মধ্যে। দূর্গাপুজোর আগে এবং বিশেষ করে এই জন্মাষ্টমীর মুহূর্তে অনেকেই সোনা কিনে থাকেন। পর পর কিছুদিন সোনার দাম বেড়ে যাওয়ার পর শেষ কয়েকদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে মধ্যবিত্তরা। আজ বৃহস্পতিবার কত দাম ছিল হলুদ ধাতুর? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জন্মাষ্টমীর প্রাক্কালে আজ অর্থাৎ বৃহস্পতিবার শহর কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫২ হাজার ৭০০ টাকা। গতকাল বুধবারের তুলনায় দাম ৫০ টাকা বৃদ্ধি পেলেও গত সপ্তাহের থেকে এক গ্রামের দামে প্রায় অন্তর এসেছে ১ হাজার টাকার। অন্যদিকে কলকাতায় ২২ ক্যারেট সোনার গয়নায় প্রতি ১০ গ্রামের দাম ৫০ হাজার টাকা। হলমার্কযুক্ত ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০ হাজার ৭৫০ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিওবা আপনাদের জানিয়ে রাখি আন্তর্জাতিক বাজারে এমসিএক্স সূচকে ০.২ শতাংশ দাম বেড়েছে গোল্ড ফিউচারের। ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫১ হাজার ৬৬০ টাকা। গত দু সপ্তাহের তুলনায় অবশ্য তা অনেকটাই কম। গত দু’দিনে প্রায় এক হাজার টাকা দাম হ্রাস পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে বারংবার সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রায় ৪০০ টাকা দাম বেড়েছিল সোনার। এরপর স্বাধীনতা দিবসের দিন দাম অপরিবর্তিত থাকলেও আবারও একলাফে ১ হাজার টাকা দাম কমেছে হলুদ ধাতুর।

সোনার পাশাপাশি লাফিয়ে দাম কমছে রুপোরও। একদিনে ৪০০ টাকা সস্তা হয়েছে রুপো। আজ বৃহস্পতিবার শহরে প্রতি কেজি রুপোর বাটের দাম ছিল ৫৭ হাজার ৬৫০ টাকা। গত বুধবার এই দাম ছিল ৫৮ হাজার ৫০ টাকা।

About Author