পছন্দের স্মার্টফোন কিনতে চান? মাত্র ১০১ টাকায় পেয়ে যান পছন্দের স্মার্টফোন

Advertisement

Advertisement

আপনার কাছে এখনও স্মার্ট ফোন নেই? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত অফার, মাত্র ১০১ টাকায় পেয়ে যান স্মার্টফোন। কি ভাবছেন? ভুল শুনলেন? নাহ! একদম সত্যি। দীপাবলি উপলক্ষে VIVO নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার।

Advertisement

প্রতিযোগিতার বাজারে অন্যদের পিছনে ফেলে নিজেদের ব্যবসা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য স্মার্টফোন তৈরি সংস্থাগুলি কোন না কোন অফার নিয়ে আসে গ্রাহকদের জন্য। এবার VIVO নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার মাত্র ১০১ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন পছন্দের স্মার্টফোন। নো কস্ট ইএমআই এবং আপনাকে কোন প্রকার ডাউনপেমেন্ট দিতে হচ্ছে না। এই অফারটি শুধুমাত্র অফলাইন আউটলেটে প্রযোজ্য। Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo Z1x , Vivo V15, Vivo S1, Vivo Y17, Vivo Y15, and Vivo Y12 এই স্মার্টফোন গুলিতে অফারটি রয়েছে। এক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে।

Advertisement

এছাড়াও ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে কিছু সিলেক্টেড ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি ১০ শতাংশ ছাড় পেতে পারেন। অফারটি ১৮ই অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত চলবে।

Advertisement
Tags: Technology

Recent Posts