টেক বার্তা

আপনার পকেটে যদি ১৮ হাজার টাকা থাকে তাহলে বাড়িতে নিয়ে আসুন Hero’s Legend বাইক

বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি

Advertisement

Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero Splendor Plus বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।

Advertisement

এই Hero Splendor Plus বাইকটির এক্স শোরুম মূল্য প্রায় ৭৩,৩৯৬ টাকা। তবে আপনার কাছে যদি এই টাকা বর্তমানে না থাকে তাহলেও আপনি এই বাইক কিনতে পারবেন। এক্স শোরুম মূল্যের চেয়ে অনেক কম দামেতেই বাড়ি নিয়ে যেতে পাররেন এই বাইকটি। কিন্তু কি করে? এমনকি আপনি শুনলে অবাক হবেন যে আপনি আপনার বাড়িতে হিরো স্পেন্ডার প্লাস বাইকটি নিয়ে যেতে পারেন মাত্র ১৫ হাজার টাকায়। আসলে এই বাইক সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যাচ্ছে ওএলএক্স এবং ফেসবুক মার্কেটপ্লেস এর মত জায়গাতে। সেখানে বাইকটি অত্যন্ত কম দামে উপলব্ধ।

Advertisement

Hero Splendor Plus বাইকটিতে ৯৭.২ সিসির একটি ইঞ্জিন রয়েছে যা এয়ার কুলড। এই ইঞ্জিনটি ৮.০২ ps পাওয়ার ও ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৪ গিয়ার সিস্টেম রয়েছে। এই বাইক প্রতি লিটারে ৮০.৬ kmpl মাইলেজ দেয়। এই বাইকটি নতুন কিনতে গেলে আপনার ৮৮,৪৭৯ টাকা খরচ হবে। কিন্তু আপনার কাছে ওত বাজেট না থাকলে আপনি মাত্র ১৮,০০০ টাকা খরচ করেও বাইক পেয়ে যাবেন। অনলাইন ওয়েবসাইট Droom এ একটি Hero Splendor Plus বাইক নথিভুক্ত রয়েছে যা ২০১২ মডেলের। এটি দিল্লিতে রেজিস্টার করা। বাইকটির কন্ডিশন বেশ ভালো রয়েছে। মাত্র ১৮ হাজার টাকায় এই বাইক কিনতে পারেন আপনি। এর সাথে অবশ্য কোনো ফাইন্যান্স প্ল্যান পাবেন না।

Advertisement

এছাড়া Olx ওয়েবসাইটে ২০১৪ মডেলের একটি বাইক রয়েছে যার রেজিস্ট্রেশন দিল্লির। এই বাইকের কন্ডিশন ভালো আছে। মাত্র ২৪ হাজার টাকায় এই বাইক আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। আর Bikes4sale ওয়েবসাইটে ২০১৫ মডেলের একটি বাইক রয়েছে যার রেজিস্ট্রেশন গুরুগ্রামের। এই বাইকটির দাম রয়েছে ৩০,৯৯৯ টাকা। আপনি এই বাইক কিনলে ফাইন্যান্স প্ল্যান পেয়ে যাবেন।

Recent Posts