রোজগার করা অর্থের পরিমাণ বাড়াতে বা ভবিষ্যৎ নিশ্চিত করতে বিনিয়োগের দিকে নজর দেন কমবেশি সকলেই। পরিশ্রমের অর্থ যাতে ঝুঁকিহীন ভাবে বিনিয়োগ করা যায় এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যায় সেটাই প্রাথমিক চাহিদা হয় কমবেশি সকলের। এক্ষেত্রে অনেকেই ভরসা করেন এলআইসির (LIC Scheme) উপরে। কারণ সরকারি সংস্থা হওয়ায় এলআইসি তে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। উপরন্তু বিভিন্ন মানের স্কিম থাকায় পছন্দ মতো বেছে নেওয়ারও অনেক সুযোগ পাওয়া যায়।
এলআইসির জনপ্রিয় পলিসি গুলির মধ্যে অন্যতম হল জীবন লাভ পলিসি। ১৬ বছর, ২১ বছর কিংবা ২৫ বছরের মেয়াদে করানো যায় এই বিমা। সর্বনিম্ন ৮ বছর আর সর্বোচ্চ ৫৯ বছর বয়স পর্যন্ত এই বিমা করাতে পারেন পলিসি গ্রাহকরা। এটি একটি এনডাউমেন্ট পলিসি। অর্থাৎ এক্ষেত্রে বিমার সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ের সুবিধাও দেওয়া হয়ে থাকে। সর্বনিম্ন ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় এই পলিসিতে। এই বিমা পলিসিতে জমা টাকার কোনো ঊর্দ্ধসীমা নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১৬ বছর, ২১ বছর কিংবা ২৫ বছরের মেয়াদে এই পলিসিতে বিনিয়োগ করা যায়। প্রিমিয়াম জমা দেওয়ার সময়কাল ১০ বছর, ১৫ বছর, ১৬ বছর। এই পলিসির নিয়ম অনুযায়ী, ম্যাচুরিটির সময় কোনো পলিসি গ্রাহকের বয়স যেন ৭৫ এর বেশি না হয়। সেই হিসেবে কোনো ৫৯ বছর বয়সী ব্যক্তি যদি এই পলিসি গ্রহণ করতে চান তবে তিনি ১৬ বছরের মেয়াদে পলিসি নিতে পারবেন।
এই পলিসিতে প্রত্যেক বছর ৯২ হাজার ৪০০ টাকা জমা করতে হবে পলিসি গ্রাহককে। অর্থাৎ মাসিক হিসেব মতো, প্রত্যেক মাসে ৭৭০০ টাকা জমা করতে হবে, যা দৈনিক হিসেবে দাঁড়ায় ২৫৩ টাকা। হিসেব মতো ২৫ বছর বয়সী কোনো ব্যক্তি এই পলিসি নিলে বিমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রিটার্ন পাওয়া যাবে ৫৪.৫০ লক্ষ টাকা। বিমা চলাকালীন যদি পলিসি গ্রাহকের মৃত্যু হয় তাহলে বার্ষিক প্রিমিয়ামের ১০ গুণ অর্থ ফেরত পাবে তার পরিবার। পাশাপাশি এই পলিসিতে রয়েছে ঋণের সুবিধাও। এই বিমায় নিয়মিত তিন বছর প্রিমিয়াম দেওয়া হলে ঋণের সুবিধাও পাবেন পলিসি গ্রাহক।