Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ির ছাদে জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচলেন সকলের প্রিয় রাশি, ভাইরাল ভিডিও

ব্যরাকপুরের মেয়ে গীতশ্রী রায়। ব্যারাকপুর মিশন থেকে মাধ্যমিক পাশ। তারপর বাগবাজার মাল্টিপারপাস থেকে উচ্চমাধ্যমিক নিয়ে পড়াশোনা। শিয়ালদহ উইমেন্স কলেজ থেকে স্নাতকোত্তর। এরপর হঠাৎ করে অভিনয় জীবনে পা রাখেন ব্যারাকপুরের এই…

Avatar

By

ব্যরাকপুরের মেয়ে গীতশ্রী রায়। ব্যারাকপুর মিশন থেকে মাধ্যমিক পাশ। তারপর বাগবাজার মাল্টিপারপাস থেকে উচ্চমাধ্যমিক নিয়ে পড়াশোনা। শিয়ালদহ উইমেন্স কলেজ থেকে স্নাতকোত্তর। এরপর হঠাৎ করে অভিনয় জীবনে পা রাখেন ব্যারাকপুরের এই মিষ্টি মেয়ে। ২০১১ সালে জি বাংলার ‘রাশি’ ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন গীতশ্রী। টানা ৪ বছর ধরে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। সিএক মেয়ের জীবনের সংঘর্ষ নিয়েই শুরু হয় এই গল্প। বরাবর এই ধারাবাহিক টিআরপিতে সেরা ১০-এ থেকেছে। ধারাবাহিক শেষ তবে এখনো গীতশ্রীকে বহু মা কাকিমা রাশি বলে ডাকতে পছন্দ করেন।

রাশি শেষ হওয়ার পর ‘দেবীপক্ষ’ ধারাবাহিকে অভিনয় করেন অভিনেত্রী। এই ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল। সে ধারাবাহিক শেষ হওয়ার পর প্রায় এক বছরের বিরতি নিয়েছিলেন। এরপর কামব্যাক করেছিলেন ‘জামাই রাজা’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিকের পর সেভাবে আর কোনো ধারাবাহিকে গীতশ্রীকে দেখা যায়নি। এমনকি বাংলা কিছু সিনেমাতে ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন গীতশ্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই লকডাউনে সেভাবে কোনো ধারাবাহিক বা সিনেমাতে অভিনয় করছেননা। তবে অভিনয় না করলেও নিজের সোশ্যাল মিডিয়াতে নিত্যদিন হাজির থাকেন অভিনেত্রী। ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ফলোয়ার পেরিয়েছে ৩ লক্ষ ২০ হাজারেরও বেশি।অভিনয় জগতের মতো নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গীতশ্রী ব্যপক জনপ্রিয়। প্রায়শই নানান ফটোশুট আর নানান রিল ভিডিও শেয়ার করে থাকেন। গীতশ্রীর ছবি আপলোড হলেই তা দেখার জন্য উৎসুক থাকেন অভিনেত্রীর প্রিয় অনুগামীরা।

সোশ্যাল মিডিয়াতে, অভিনেত্রীর ছবিগুলি প্রথমবার দেখলে রীতিমত চেনাই দায় হয়ে পড়বে বহু অনুগামীদের কাছে। এই লকডাউনে অভিনেত্রী নিজের বাড়ির ছাদে বিভিন্ন নাচের ভিডিও শেয়ার করে থাকেন। গীতশ্রী খুব ভালো নাচ করেন তা সকলেরই জানা। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক নতুন নাচের রিল ভিডিও শেয়ার করলেন। নীও শিফনের শাড়ি আর লাল স্লিভলেস ব্লাউজ পড়ে খোলা চুল আর কপালে ছোট্ট লাল টিপ আর হাল্কা মেক আপ করে নিজের বাড়ির ছাদে হিন্দি জনপ্রি গান ফেস টু ফেসম গানে তুমুল নাচলেন। এই ভিডিও শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।

About Author