Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

T20 World Cup 2024: বিদেশি বাদ, ভারতের কোচ হচ্ছেন কেকেআরের ক্রিকেটার

Updated :  Wednesday, May 22, 2024 8:18 PM

টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নির্বাচন চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জন্য। বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। হেড কোচ পদে আবেদনের শেষ তারিখ ২৭ মে, আইপিএল ফাইনালের একদিন পর।

রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ পদের জন্য কিছু বড় নামের প্রতি আগ্রহ দেখাচ্ছে। এই তালিকায় রয়েছে গৌতম গম্ভীর, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার ও মাহেলা জয়াবর্ধনের মতো বিশ্ববরেণ্য নাম। বোর্ডের গভর্নিং টিম সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তারা এই পদের জন্য আগ্রহী কি না সেটা জেনে নিতে চাইছেন বোর্ড কর্তারা।

জানা গিয়েছে, গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরার নাম উঠে এসেছিল। গৌতম গম্ভীর, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গার, মাহেলা জয়াবর্ধনে এবং আশিস নেহরা আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য দায়িত্ব নিয়ে কাজ করছেন। ভিভিএস লক্ষ্মণই একমাত্র ব্যক্তি যিনি বর্তমানে আইপিএলে কোচিং করাচ্ছেন না। ভিভিএস লক্ষ্মণ বর্তমানে এনসিএ প্রধান হিসাবে কাজ করছেন।

gautam gambhir possibilities team india coach

যদিও লক্ষ্মণ টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নিতে অনিচ্ছুক বলে মনে করা হচ্ছে।বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে অন্তত আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই পদে থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়ার নতুন কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে বিসিসিআইয়ের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে গম্ভীরের জনপ্রিয়তা বেড়েছে। ক্রিকেটার হিসেবে কলকাতাকে জিতিয়েছেন আইপিএল। এবার মেন্টর গম্ভীরের তত্ত্বাবধানে কেকেআর পৌঁছে গিয়েছে ফাইনালে।