Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী সোমবার থেকে আরও বাড়লো মেট্রো পরিষেবা, সাথে এল ই-পাস সংক্রান্ত নতুন নিয়ম

রাজ্যের করোনা পরিস্থিতিতে আবার সুখবর শোনালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অনেকদিন আগে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার সময় কলকাতা মেট্রো রেল তাদের পরিষেবা চালু করে দিয়েছিল। কিন্তু এতদিন চলছিল সাধারণের তুলনায়…

Avatar

রাজ্যের করোনা পরিস্থিতিতে আবার সুখবর শোনালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অনেকদিন আগে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার সময় কলকাতা মেট্রো রেল তাদের পরিষেবা চালু করে দিয়েছিল। কিন্তু এতদিন চলছিল সাধারণের তুলনায় কম মেট্রো। তবে আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বর থেকে বাড়তে চলেছে কলকাতা মেট্রো রেল পরিষেবা। এত দিন অব্দি সকাল ৭ টা থেকে রাত্রি ১০:৩০ অব্দি মেট্রো রেল পরিষেবা চলত। কিন্তু এরপর থেকে সোমবার থেকে শনিবার প্রতিদিন সাড়ে ১৫ ঘন্টা মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

আগামী সপ্তাহে সোমবার থেকেই ই পাশের নিয়ম পরিবর্তন করা হচ্ছে। নয়া নিয়মে প্রবীণ, মহিলা এবং ১৫ বছরের নিচে যাত্রীদের জন্য ই পাসের প্রয়োজন হবে না। সারাদিন তারা ই পাস ছাড়াই মেট্রো যাতায়াত করতে পারবে। স্কুলের পড়ুয়াদের স্মার্টকার্ড থাকলে পরিচয় পত্র দেখালেই মিলবে ছাড়। সেই সাথে প্রতিদিন সকাল ৭ টা থেকে ৮ টা এবং রাত ৮ টা থেকে ১০:৩০ টা অব্দি কোন যাত্রীর ক্ষেত্রে ই পাসের প্রয়োজন হবে না। কিন্তু দিনের বাকি সময়তে ই পাস থাকা বাধ্যতামূলক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হয়েছে। সেই সাথে বাড়ানো হচ্ছে মেট্রো রেকের সংখ্যা। এতদিন সারাদিনে ১৯০ টি মেট্রো রেক যাতায়াত করতো। এবার আগামী সোমবার থেকে আরও ১৪ টি মেট্রো রেক পরিষেবা দেবে। সে অনুযায়ী মোট সংখ্যা দাঁড়াচ্ছে, ২০৪ টি। তবে আগের মতই কোভিড প্রটোকল মেনে চড়তে হবে মেট্রোতে। যাত্রীদের পড়তে হবে মাক্স এবং সেই সাথে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। আপাতত ট্রেন পরিষেবা চালু হয়ে যাওয়াই ভিড় এড়ানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে।

About Author
news-solid আরও পড়ুন