Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রান্নার গ্যাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করল মোদী সরকার, কি ঘোষণা জানুন

দেশ জুড়ে করোনার প্রকোপ বাড়তেই চালু হয় লক ডাউন। আর এই লক ডাউনের ফলে সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকায় সব থেকে সমস্যার সম্মুখীন হন দরিদ্র ও মধ্যবিত্ত মানুষেরা। কাজকর্মের প্রক্রিয়া…

Avatar

দেশ জুড়ে করোনার প্রকোপ বাড়তেই চালু হয় লক ডাউন। আর এই লক ডাউনের ফলে সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকায় সব থেকে সমস্যার সম্মুখীন হন দরিদ্র ও মধ্যবিত্ত মানুষেরা। কাজকর্মের প্রক্রিয়া বন্ধ থাকায় অসুবিধায় পড়েন তাঁরা। আর এই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিনামূল্যে প্রধানমন্ত্রী কল্যাণ যোজনায় উজ্জ্বলা উপভোক্তাদের গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সেই সিদ্ধান্তের মেয়াদ আরও দীর্ঘায়িত করা হল। আগে এপ্রিল মাস থেকে পর পর তিনমাস বিনামূল্যে উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করা হয়।

তবে এবার সেই সময়ের মেয়াদ বাড়িয়ে আরও তিনমাস অর্থাৎ আগামী ৩০শে সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাহকদের বিনামূল্যে সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করল সরকার। অর্থাৎ নতুন সিদ্ধান্ত আরও তিনমাস আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে এই নিয়ম চালু থাকবে বলে জানান হয়েছে সরকারের তরফ থেকে। প্রধানমন্ত্রী কল্যাণ যোজনায় উজ্জ্বলা উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে সরকারের তরফে। এরপর সেই টাকা তুলে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহকেরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রের এই সিদ্ধান্ত উপকৃত হয়েছেন দেশের প্রচুর উপভোক্তা। এই প্রকল্পের মাধ্যমে ২০২০ সালে ১১ কোটিরও বেশি সিলিন্ডার পৌঁছে গিয়েছে উপভোক্তাদের কাছে এবং এই সিলিন্ডার কিনতে ৯৭,০৯.৮৬ টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। অর্থাৎ এই প্রকল্পে একপ্রকার বিনামূল্যেই সিলিন্ডার পাচ্ছেন উপভোক্তারা। আর এই প্রকল্পের সময়সীমা দীর্ঘায়িত করা হয়েছে যার ফলে উপকৃত হবেন এই প্রকল্পের আওতায় থাকা দেশের প্রচুর উপভোক্তা।

About Author