রাজীব ঘোষ: কেন্দ্রীয় সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রয়াত হয়েছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম পর্যায়ে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি।দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।বেশ কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।তারপর থেকে চিকিৎসা চললেও খুব একটা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি অরুপ জেটলির।চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে চলে যান তিনি।এবারের লোকসভা নির্বাচনে অসুস্থতার কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন নি।বিজেপির আরেক জন নেত্রী ও প্রাক্তন মন্ত্রী সুষমা স্বরাজ কিছুদিন আগেই মারা যান।তারপর অরুণ জেটলির মৃত্যুতে বিজেপির শীর্ষ নেতারা দু:খপ্রকাশ করেছেন।
চলে গেলেন অরুণ জেটলি!

Updated : Saturday, August 24, 2019 12:55 PM













