Weather Update: রবিবার থেকে কি শুরু হবে বৃষ্টি? জেনে নিন আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট

রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে

Advertisement

Advertisement

বেশ কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই বাংলায়। সকাল থেকে সূর্যের প্রবল দাবদাহ অস্থির করে তুলেছে গোটা রাজ্যবাসীকে। গরমের তীব্রতায় ঘর্মাক্ত দিন কাটাচ্ছে বঙ্গবাসী। এমনকি গরমের জেরে দুপুরের দিকে শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রত্যেকের মুখেই এখন একটাই প্রশ্ন যে কবে বৃষ্টি শুরু হবে? আসলে যতদিন না বৃষ্টি আসবে ততদিন এই প্রবল গরমের হাত থেকে রক্ষা পাবে না রাজ্যবাসী। দীর্ঘদিন বৃষ্টির দেখা না মিললেও শেষ পর্যন্ত আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার সুখবর শুনিয়েছে। কবে হবে বৃষ্টি? কি ওয়েদার আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

Advertisement

অবশেষে বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা আজ কিছুক্ষণ আগেই জানিয়েছে যে আগামী রবিবার থেকে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাসহ সংলগ্ন অঞ্চল। পাশাপাশি রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কলকাতা, হাওড়া এবং হুগলিতে রবিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সংলগ্ন এলাকাতে বৃষ্টি হলেও এখনই স্বস্তি মিলবে না পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে।

Advertisement

অন্যদিকে, রবিবার থেকে উত্তরবঙ্গে শুরু হবে ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর অনুযায়ী জানা গিয়েছে কেরলে এখনো বর্ষা না ঢুকলেও, বর্ষা আসার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। কেরলে বর্ষা শুরু হলে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি নামবে। আর এই উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি শুরু হলে উত্তরবঙ্গ মারফত গোটা বাংলা বৃষ্টিতে ভিজতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।

Advertisement