Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

FLASH NEWS: পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত!

Updated :  Thursday, August 8, 2019 2:32 PM

সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেছে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫ এ৷ কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। কাশ্মীরে ৩৭০ অপসারনের পরেই গ্রেফতার হয়েছে দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। ৩৭০ ধারা রদের পর নড়েচড়ে বসেছে পাকিস্থান। পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার জাতীয় নিরাপত্তা কমিটিকে নিয়ে বৈঠক করেন। ভারতকে চাপে ফেলতে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্থান।

১) দুদেশের মধ্যে ব্যাবসা বানিজ্য বন্ধ করা ২) দুদেশের মধ্যে চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করা ৩) ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো না রাখা। কিন্তু এতে ভারতের কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছেনা, উল্টে পাকিস্থানের ক্ষতি হবে এমনটাই মনে করছে গোটা রাজনৈতিক মহল।

ভারত পাকিস্তানের পদক্ষেপের যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে ভারত। এই পরিস্থিতিতে অবশেষে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বক্তব্য পেশ করা হয়েছে, বলা হয়েছে ‘বিশ্বের কাছে বিপজ্জনক ছবি তুলে ধরার জন্যই পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করছে। তবে প্রতিবেশী দেশের এই প্রচেষ্টা কখনওই সফল হবে না।’