পুরুষের যে বিষয়গুলি নারীরা অপছন্দ করেন!

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : অনেক পুরুষকেই বলতে শোনা যায় তার সাথে কোনো নারীর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু কেন এমন হয়! আসলে পুরুষদের কিছু অভ্যাস আছে যেগুলো নারীরা পছন্দ করেন না। আর এইজন্যেই ভেঙে যায় অনেক সম্পর্ক। জেনে নিন পুরুষের যে বিষয় গুলি নারীরা অপছন্দ করেন।

Advertisement

বদমেজাজি ও জেদি স্বভাবঃ বদমেজাজি ও জেদি স্বভাবের পুরুষদের খুবই অপছন্দ করে নারীরা। কারণ আপনি যদি কোনো নারীর সাথে খারাপ ব্যবহার করেন বা তার জিজ্ঞেস করা কোনো কথার যদি সোজাসাপ্টা উত্তর না দেন তাহলে তার খুবই মন খারাপ হয়। তাই এই ধরণের পুরুষকে কখনোই একজন নারী পছন্দ করেন না।

Advertisement

কিপটে স্বভাবঃ টাকাপয়সা খরচ করতে চায় না এমন পুরুষদের নারীরা মোটেই পছন্দ করেন না। তারা সবসময় ভাবেন পুরুষরা বড় মনের হবে, টাকা পয়সা খরচের ব্যাপারে উদার হবে।

Advertisement

বেশি কথা বলাঃ অনেকে আছেন যারা কথা বলা শুরু করলে থামতেই চায় না, এই ধরণের পুরুষদের কিন্তু নারীরা একদমই পছন্দ করেন না। বরং একটু মুডি পুরুষই নারীদের পছন্দের তালিকায় উপরের দিকে। তাই বলে একেবারে শান্ত স্বভাবের পুরুষও নারীর পছন্দের নয়।

নারীদের সঙ্গে বিরুপ আচরণ করাঃ একজন নারী কখনোই চায় না যে একজন পুরুষ তার সাথে খারাপ আচরণ করুক। অনেক পুরুষ আছেন, যারা নারীদের ভাবেন যে তাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। এই ধরণের পুরুষদের খুবই অপছন্দ নারীদেরভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস: অনেক পুরুষকেই বলতে শোনা যায় তার সাথে কোনো নারীর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু কেন এমন হয়! আসলে পুরুষদের কিছু অভ্যাস আছে যেগুলো নারীরা পছন্দ করেন না। আর এইজন্যেই ভেঙে যায় অনেক সম্পর্ক। জেনে নিন পুরুষের যে বিষয় গুলি নারীরা অপছন্দ করেন।

বদমেজাজি ও জেদি স্বভাবঃ বদমেজাজি ও জেদি স্বভাবের পুরুষদের খুবই অপছন্দ করে নারীরা। কারণ আপনি যদি কোনো নারীর সাথে খারাপ ব্যবহার করেন বা তার জিজ্ঞেস করা কোনো কথার যদি সোজাসাপ্টা উত্তর না দেন তাহলে তার খুবই মন খারাপ হয়। তাই এই ধরণের পুরুষকে কখনোই একজন নারী পছন্দ করেন না।

কিপটে স্বভাবঃ টাকাপয়সা খরচ করতে চায় না এমন পুরুষদের নারীরা মোটেই পছন্দ করেন না। তারা সবসময় ভাবেন পুরুষরা বড় মনের হবে, টাকা পয়সা খরচের ব্যাপারে উদার হবে।

বেশি কথা বলাঃ অনেকে আছেন যারা কথা বলা শুরু করলে থামতেই চায় না, এই ধরণের পুরুষদের কিন্তু নারীরা একদমই পছন্দ করেন না। বরং একটু মুডি পুরুষই নারীদের পছন্দের তালিকায় উপরের দিকে। তাই বলে একেবারে শান্ত স্বভাবের পুরুষও নারীর পছন্দের নয়।

নারীদের সঙ্গে বিরুপ আচরণ করাঃ একজন নারী কখনোই চায় না যে একজন পুরুষ তার সাথে খারাপ আচরণ করুক। অনেক পুরুষ আছেন, যারা নারীদের ভাবেন যে তাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। এই ধরণের পুরুষদের খুবই অপছন্দ নারীদের।

Recent Posts