Categories: দেশনিউজ

বাংলার রাজস্ব ঘাটতি বাবদ ৪১৭ কোটি টাকা মেটাল কেন্দ্র

Advertisement

Advertisement

কেন্দ্রের সাথে বৈঠকে শুধু লকডাউন নিয়েই কথা হয়নি। রাজ্যের অর্থনীতির দিকেও নজর রেখেছে কেন্দ্র। বৈঠকের পর মোট ১৪ টি রাজ্যকে কেন্দ্রের রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ বাবদ ৬ হাজার ১৯৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সোমবার টুইটে এটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ১৪ টি রাজ্যের মধ্যে রয়েছে বাংলাও। বাংলায় রাজস্ব ঘাটতি বাবদ কেন্দ্র থেকে ৪১৭ কোটি টাকা এসেছে।

Advertisement

এর আগে এপ্রিল মাসের ৩ তারিখে বাংলাকে রাজস্ব ঘাটতি বাবদ ৪১৭ কোটি ৭৫ লক্ষ থাকা দিয়েছিল কেন্দ্র। এছাড়া বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যকে ৫০৪ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছে কেন্দ্র। তবে মুখ্যমন্ত্রীর দাবি মতো আর্থিক প্যাকেজের টাকা এখনও পাঠায়নি কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন যে ১১ মে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে রাজস্ব ঘাটতি বাবদ রাজ্যগুলিকে প্রায় ৬ হাজার ১৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে। মোট ১৪ টি রাজ্য এই টাকা পেয়েছে। সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতির টাকা পেয়েছে কেরল। পিনারাই বিজয়েনের সরকার পেয়েছে প্রায় ১ হাজার ২৭৬ টাকা। ১৪ টি রাজ্যের মধ্যে রয়েছে অসম, হিমাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, সিকিম, উত্তরাখন্ড, কেরালা, পশ্চিমবঙ্গ।

Advertisement

Recent Posts