Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জল্পনার অবসান, অবশেষে গাঁটছড়া বাঁধলো এটিকে এবং মোহনবাগান

অবশেষে গাঁটছড়া বাঁধলো অ্যাটলেটিকো ডি কলকাতা এবং মোহনবাগান। বৃহস্পতিবার আরপিএসজি গ্রুপ এবং মোহনবাগান কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী ৮০ শতাংশ শেয়ারের মালিক থাকবে আরপিএসজি গ্রুপ এবং বাকি ২০…

Avatar

অবশেষে গাঁটছড়া বাঁধলো অ্যাটলেটিকো ডি কলকাতা এবং মোহনবাগান। বৃহস্পতিবার আরপিএসজি গ্রুপ এবং মোহনবাগান কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী ৮০ শতাংশ শেয়ারের মালিক থাকবে আরপিএসজি গ্রুপ এবং বাকি ২০ শতাংশ শেয়ারের মালিক হবে মোহনবাগান প্রাইভেট লিমিটেড।

সরকারিভাবে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, নতুন নামে দুই দলের নামই থাকবে। নতুন বছরের পয়লা জুন থেকে যৌথভাবে খেলবে এই দলগুলি। ২০২০-২১ এর আইএসএল সহ বাকি টুর্নামেন্টগুলিও খেলবে এই নতুন দল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বোর্ডের চুক্তি থেকে বাদ মাহি, আর হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেটে

দুটি দলের এক হওয়ার প্রসঙ্গে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “২০০ বছর ধরে বাংলাতে নিজেদের জায়গা তৈরি করতে পেরেছে আরপিএসজি গ্রুপ। এই পরিবারে মোহনবাগানকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মোহনবাগানের সঙ্গে এই চুক্তি একটা রিইউনিয়নের মতো তার কারণ আমার বাবা স্বর্গীয় আর পি গোয়েঙ্কা মোহনবাগানের একজন সদস্য ছিলেন।”

শুধু তাই নয় এই নিয়ে মোহনবাগান সচিব টুটু বসু বলেন, “আমরা সবসময় চাই ১৩০ বছর পুরনো সবুজ-মেরুন জার্সির ঐতিহ্য অমলিন রাখতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বাস্তববাদী হতে হয়। ফুটবলের এই নতুন যুগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে দরকার যথেষ্ট বিনিয়োগের। এই পরিস্থিতিতে আমরা ভারতের অন্যতম বড় তথা কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ও আরপিএসজি গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই।

আমাদের স্বপ্নের সঙ্গী হওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ওঁনার বাবা স্বর্গীয় আর পি গোয়েঙ্কা আমার খুব ভাল বন্ধু ছিলেন তথা আমাদের ক্লাবের সদস্য ছিলেন। সবসময় ক্লাবের ভাল চেয়ে গেছেন তিনি।”

About Author