ক্রিকেট

Team India: অবশেষে কুলদীপ যাদবের বহিষ্কারের প্রসঙ্গে নীরবতা ভাঙলেন কে এল রাহুল, দিলেন অবাক করা তথ্য

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দূর্দান্ত পারর্ফমেন্স করেও সিরিজের দ্বিতীয় ম্যাচে কুলদীপ যাদবের বহিষ্কার প্রসঙ্গে রাহুলকে প্রশ্নে জর্জরিত করে তুলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

Advertisement

Advertisement

বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর এখন টেস্ট সিরিজ জিততে মরিয়া হয়ে উঠেছে ব্লু-বাহিনী। ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্টে ১৮৮ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বিরাট কোহলিরা। আপনাদের জানিয়ে রাখি, ওডিআই সিরিজে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। দলে তার অনুপস্থিতিতে কে এল রাহুলের অধিনায়কত্বে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ভারত।

Advertisement

বর্তমানে কে এল রাহুলের অধিনায়কত্বে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের মিশ্র পারর্ফমেন্স দেখা গেছে। তার অধিনায়কত্বে বাংলাদেশের বিপক্ষে ভারত প্রথম ম্যাচ জিতলেও ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন কে এল রাহুল। ম্যাচের দুটি ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র ৪৫। স্বভাবতই তার পারর্ফমেন্স নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। তার উপরে আবার দলের নেতৃত্ব পেয়ে অন্য ক্রিকেটারদের উপর নাকি তিনি দাদাগিরি দেখাচ্ছেন এমন অভিযোগও উঠেছে একাধিক মাধ্যমে।

Advertisement

এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দূর্দান্ত পারর্ফমেন্স করেও সিরিজের দ্বিতীয় ম্যাচে কুলদীপ যাদবের বহিষ্কার প্রসঙ্গে রাহুলকে প্রশ্নে জর্জরিত করে তুলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রথম ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হওয়ার পরেও কেন দ্বিতীয় ম্যাচে কুলদীপ যাদবকে বাদ দেওয়া হল তা নিয়ে বর্তমানে উত্তাল গনমাধ্যম। সাংবাদিকদের তরফ থেকে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘টসের সময় আমি পিচে প্রচুর ঘাস দেখেছি, যা ফাস্ট বোলারদের সাহায্য করতে পারে। বাধ্য হয়ে হয়ে কুলদীপ যাদবকে বাইরে বসিয়ে রাখা হয়েছে।’

Advertisement