অবশেষে দাবি পূরণ হল উত্তরাখণ্ড রাজ্য সরকারের কর্মচারীদের। রাজ্য সরকারের কর্মচারীদের দাবি মত অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে এই ঘোষণার জন্যই অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং শেষ পর্যন্ত এই ঘোষণা করা হলো। নতুন বছরের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারি থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। খুব শীঘ্রই মহার্ঘ ভাতা টাকা আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক একাউন্টে।
উত্তরাখণ্ড রাজ্য সরকারের অর্থ দপ্তর জানিয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারী থেকে শুরু করে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সময়ের কর্মচারীরাও এই বর্ধিত মহার্ঘভতার সুবিধা পেতে চলেছেন। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয়, অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এবং এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে এতদিন ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন, সেখানেই এখন ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বর্ধিত হারে পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সঙ্গে এরিয়ার বা বকেয়া টাকা দেওয়া হবে বলে উত্তরাখণ্ডের অর্থ দপ্তর জানিয়েছে। আরো জানানো হয়েছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ার এর টাকা দেওয়া হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে প্রতি মাসের রাজ্য সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন বলে খবর। কিছুটা দেরিতে হলেও, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির এই ঘোষণায় বেশ খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।