Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের হলো না ‘ফেদাল’ ম্যাচ!

ইউএস ওপেনে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের ম্যাচ দেখা স্বপ্নই থেকে গেলো। বুধবার কোয়ার্টার ফাইনালে গ্রিগোর দিমিত্রভের (Grigor Dimitrov) কাছে ৬-৩, ৪-৬,৬-৩, ৪-৬, ২-৬ হেরে ইউএস ওপেন ২০১৯ থেকে ছিটকে…

Avatar

ইউএস ওপেনে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের ম্যাচ দেখা স্বপ্নই থেকে গেলো। বুধবার কোয়ার্টার ফাইনালে গ্রিগোর দিমিত্রভের (Grigor Dimitrov) কাছে ৬-৩, ৪-৬,৬-৩, ৪-৬, ২-৬ হেরে ইউএস ওপেন ২০১৯ থেকে ছিটকে গেলেন টেনিস তারকা রজার ফেডেরার (Roger Federer)। অপরদিকে শেষ চারে জায়গা করে নেওয়ার জন্য কোয়ার্টার ফাইনালে দিয়েগো স্কোয়ার্টজম্যানের (Diego Schwartzman) মুখোমুখি হবেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কিন্তু ইউএস ওপেন থেকে রজার ফেডেরারের ছিটকে যাওয়ার ফলে দর্শকেরা আর ‘ফেদাল’ ম্যাচ দেখতে পাবেন না। উল্লেখ্য, এর আগে ইউএস ওপেনে কখনও মুখোমুখি হননি ২০ টি গ্র্যান্ড স্ল্যাম বিজেতা রজার ফেডেরার ও ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম বিজেতা রাফায়েল নাদাল। এইবারও এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো টেনিস ফ্যানদের জন্য।

কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে টেনিস বিশ্বের ৭৮ তম খেলোয়াড়, বুলগেরিয়ার গ্রিগোর দিমিত্রভ উঠে গেলেন ইউএস ওপেনের সেমিফাইনালে। শুক্রবার সেমিফাইনালে গ্রিগোর দিমিত্রভের মুখোমুখি হবেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ, যিনি নিজের ক্যারিয়েরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author