কুকুরের সঙ্গে একটি নেকড়ে বাঘের যুদ্ধে কুকুর কি কখনো জিততে পারে? সহজেই অনেকেই বলবেন, না। কিন্তু, সবসময় সব কথা যে সত্যি হবে সেটাও হয়না। কুকুর যদি ভালোভাবে মোকাবিলা করার ক্ষমতা রাখে, তাহলে কুকুরও নেকড়ে বাঘের সঙ্গে লড়াইয়ে জিততে পারে। আপাতদৃষ্টিতে এই বিষয়টা খুবই অস্বাভাবিক লাগলেও, এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি নেকড়ে বাঘের সঙ্গে লড়াইয়ে একটি কুকুর জিতে গেছে।
এই ভিডিওটিতে প্রথমে দেখা যাচ্ছে, একটি কুকুর রাস্তার পাশে শুয়ে আছে এবং হঠাৎ করেই তার ওপর আক্রমণ করে বসে একটি নেকড়ে বাঘ। কিন্তু এই আক্রমণে ভয় না পেয়ে গিয়ে, কুকুরটি তার সঙ্গে দুর্দান্ত লড়াই করে এবং সে তার সঙ্গে লড়াই করে। সেই নেকড়ে বাঘের উপরে বারবার চিৎকার করে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে সরতে বাধ্য করে ওই কুকুর। কুকুরটি নিজের জমি কোনোভাবেই ছাড়তে রাজি না। ফলে এতটা আক্রমণের সম্মুখীন হয়ে শেষে ওই নেকড়েটিকে জঙ্গলে চলে যেতেই হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowটুইটারে একজন আইএএস অফিসার, আওয়ানিশ শরণ এই ভিডিওটি আপলোড করেছেন। তিনি জানিয়েছেন এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল একটি ন্যাশনাল পার্ক অথবা একটি ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারিতে। ইতিমধ্যেই এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গেছে এবং অনেকেই এই ভিডিওটি শেয়ার করেছেন। অনেকেই এই ভিডিও দেখে বেশ উদ্বুদ্ধ। তবে অনেকে আবার ওই অফিসারের কথার সাথে সহমত পোষণ করছেন না। অনেকে মানছেন না, যে এই ভিডিওটি একটি জঙ্গলে অথবা একটি ন্যাশনাল পার্কে শ্যুট করা হয়েছে। তাদের দাবি একটি সাধারণ জায়গায় এই ভিডিওটি শ্যুট করা হয়েছে।
তবে যাই হোক, জঙ্গলে শ্যুট করা হোক আর না হোক, এই ভিডিওটি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে ভালো মতোই। তবে অনেকে আবার এই বিষয়টা মানতে রাজি নন। যেখানে একদল মানুষ বলছেন, কুকুরটির বীরত্ব দেখার মত এবং তার থেকে অনেক কিছু শেখা যায়, সেখানেই অনেকে বলছেন, যদি নেকড়ে বাঘটি সত্যিই ক্ষুধার্ত থাকতো, তাহলে এটি আরো বেশি ভয়ানক হতো। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি আরো একবার।
हालात कितने भी मुश्किल हों, ‘आत्मविश्वास’ बनाकर रखिए. pic.twitter.com/71ZrUOGb2U
— Awanish Sharan (@AwanishSharan) February 17, 2022