Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইন ফিরিয়ে নিন, তাহলেই বাড়ি ফিরে যাব, সরকারকে সাফ জানিয়ে দিল আন্দোলনকারী কৃষকরা

নয়াদিল্লি: ‘ঘর ওয়াপসি, যখন আইন ওয়াপসি,’ ১ মাসের বেশি সময় হয়ে গেল দিল্লিতে (Delhi) কৃষকদের (Farmers) আন্দোলন। বারবার বৈঠকের পরেও জট কাটার নাম নেই। শুক্রবার (Friday) দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।…

Avatar

নয়াদিল্লি: ‘ঘর ওয়াপসি, যখন আইন ওয়াপসি,’ ১ মাসের বেশি সময় হয়ে গেল দিল্লিতে (Delhi) কৃষকদের (Farmers) আন্দোলন। বারবার বৈঠকের পরেও জট কাটার নাম নেই। শুক্রবার (Friday) দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে আন্দোলনকারী কৃষকরা নতুন কৃষি আইন (Farmer Law) বাতিলের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি কৃষি আইন ফিরিয়ে নেওয়া হয়, তবেই তাঁরা বাড়ি ফিরবেন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আগে ওই আইনে কিছু সংশোধন করার কথা বলা হয়েছিল। এদিনও সেই বিষয়টির উপর সরকারি তরফে জোর দেওয়া হয় বলে খবর। সূত্র মারফত খবর, বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন তিনটি কৃষি আইন সারা দেশের জন্য তৈরি করা হয়েছে। শুধুমাত্র পঞ্জাব ও হরিয়ানার জন্য তৈরি করা হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর প্রেক্ষিতে কৃষকরা জানিয়েছেন, তাহলে এই আইন প্রতিটি রাজ্যের বিধানসভায় পাস করানো হোক। আর এই অবস্থাতেই এদিনের আলোচনা শেষ হয়ে যায়। আগামী ১৫ জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

‘ঘর ওয়াপসি, যখন আইন ওয়াপসি,’ সূত্রের খবর, এদিন আলোচনায় কয়েকজন কৃষক প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন। তাতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সূচক কথা লেখা ছিল। বৈঠকের পর আন্দোলনকারী কৃষকদের একজন প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক নয়। প্রসঙ্গত, এই কৃষি আইন কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে সংসদে পাস করায়। তার পর থেকে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়াচ্ছিল। এরপর নভেম্বরের শেষে কৃষক সংগঠনগুলি আন্দোলন শুরু করে। রাজধানীর সীমানায় তারা অবস্থান চালিয়ে যাচ্ছে।

About Author