চন্দ্রায়ন ২, এর ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে ইসরো তৈরি করছে চন্দ্রায়ন ৩। তবে পরিকল্পনা মতন সব ঠিকঠাক চললে ২০২০ নভেম্বর এর চন্দ্রায়ন ৩ পাঠাতে চলেছে ইসরো।
চন্দ্রায়ন ৩ এর পুরো বিষয়টাকে খেয়াল রাখার জন্য তৈরি করা হচ্ছে একাধিক কমিটি ও উপ-কমিটি। এইসব কমিটি ও উপকমিটির উপর থাকছে সর্বোচ্চ পর্যবেক্ষণ কমিটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইসরো চেয়ারম্যান শিভান বলেছেন ‘খুব শীঘ্রই নতুন চন্দ্র অভিযানের পরিকল্পনা করতে চলেছি। আগের ভুল ত্রুটি গুলি নিশ্চয়ই শুধরে নেওয়া হবে। নিশ্চিত ভাবে আমরা এবার সাফল্য অর্জন করব।’