খেলা

কোহলির জায়গায় নেতা কে? নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ব্যাঙ্গালোর

Advertisement

Advertisement

অবশেষে জল্পনা সত্যি প্রমাণ করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নতুন নেতা হলেন প্রোটিয়া ক্রিকেটার ফাফ ডু প্লেসিস। যদিও নতুন নেতা হিসেবে তিন জন ক্রিকেটারের নাম উঠেছিল ব্যাঙ্গালোর শিবিরে। যেখানে প্রথম বিকল্প হিসেবে উঠে এসেছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। দ্বিতীয় এবং তৃতীয় বিকল্প হিসেবে উঠে এসেছিল প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস এবং দিনেশ কার্তিকের নাম। তবে আইপিএলের প্রথম অংশে অংশগ্রহণ করবেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর সেই কারণেই ফাফ ডু প্লেসিসকে নেতা করে ২২ গজের লড়াইয়ে নামতে চলেছে ব্যাঙ্গালোর।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি, ২০২১ সালে সুদূর আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের দ্বিতীয় অংশে বিরাট কোহলি ঘোষণা করেছিলেন, তিনি ব্যাঙ্গালোর শিবিরে খেললেও নেতৃত্ব দেবেন না দলকে। এরপর থেকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের নতুন নেতা কে হবে, বিষয়টি নিয়ে চলে জোরকদমে চর্চা। ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে আরসিবির নেতৃত্ব দিয়ে আসছেন বিরাট কোহলি। তবে দুর্ভাগ্যবশত একবারের জন্যও আইপিএল শিরোপা অর্জন করতে পারেননি তিনি।

Advertisement

আগামী ২৬ মার্চ আইপিএল মেগা আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মেগা নিলামের পূর্বে বিরাট কোহলিকে রিটার্ন করলেও অধিনায়ক হিসেবে ভরসা রেখেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের উপরে।

Advertisement

Recent Posts