Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Oindrila Saha: ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ফিরলেন সকলের প্রিয় ‘নীপা’

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। এই ধারাবাহিকে মিঠাই আর উচ্ছেবাবু…

Avatar

By

রাত ৮টা বাজলে কোনো কাজ না। শুধু মিঠাই হলেই চলবে। একের পর এক টুইস্ট এনে টিআরপি তালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছে সকলের প্রিয় মিঠাই। এই ধারাবাহিকে মিঠাই আর উচ্ছেবাবু ছাড়া ও অন্যান চরিত্র বেশ জনপ্রিয়। যেমন নিপা চরিত্রটা বেশ জনপ্রিয়। মিঠাইয়ের আদুরে ননদ হল নীপা। সম্প্রতি নীপা আর রুডির জুটিকে দর্শক ও বেশ ভালোবাসা দিচ্ছে। বর্তমানে নীপা ওরফে ঐন্দ্রিলা সাহা একদিকে নিজের পড়াশোনা তো অন্যদিকে নিজের অভিনয় নিয়ে বেশ ভালোই ব্যস্ত।তবে অভিনেত্রী অভিনয়ের আগে নাচ আর সঞ্চালনা এই দুই দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তবে ইচ্ছে থাকলে অনেক ক্ষেত্রে অনেকে পুরনো সময়তে ফিরে যেতে পারেনা৷ তবে এবার সেই সুযোগটাই পেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা অর্থাৎ মিঠাই ধারাবাহিকের সকলের খুব প্রিয় নীপা। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই আজকের নীপার পথচলা শুরু হয়। তবে কেটে গেছে অনেকগুলো বছর এখন ঐন্দ্রিলা একজন জনপ্রিয় অভিনেত্রী হলেও ছোট্ট ঐন্ড্রিলার নাচ এখনো কেউ ভুলতে পারেনি। রচনা থেকে শ্রাবন্তী সকলেই ঐন্দ্রিলার নাচের সুখ্যাতি করেছিলেন।
ছোটপর্দার সহ বড়পর্দাতে দুই জায়গাতে ঐন্দ্রিলা অভিনয় করলেও নাচ এখনো তাঁর ফাস্ট চয়েস।ঠিক যেখান থেকে নিজের কেরিয়ার শুরু করেন ঐন্দ্রিলা আবার এত বছর পর সেখানেই ফিরে গেলেন তিনি। ডান্স বাংলা ডান্সের এক বিশেষ এপিসোডে দর্শকেরা আবার দেখতে পাবেন ঐন্দ্রিলার নাচ। তবে এবারে দেখবে বড় ঐন্দ্রিলার নাচ। ‘কাজরা রে কাজরা রে’ গানে নেচে সকলের মঞ্চ কাঁপালেন অভিনেত্রী। জিৎ,শুভশ্রী আর শ্রাবন্তীর মন জয় করলেন ঐন্দ্রিলা।শুধু তাই নয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নীপার নাচ দেখে মুগ্ধ হয়ে ঐন্দ্রিলাকে ছোট ঐশ্বর্যর তকমা আর ভালোবাসাও দিলেন। উল্লেখ্য কয়েকদিন আগে ড্যান্স বাংলা ড্যান্সে মিঠাই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র সোম অর্থাৎ ধ্রুব সরকারকেও ডান্স বাংলা ডান্সের মঞ্চে অনেক বছর পর নাচ করতে দেখেছেন দর্শকেরা। ধ্রুবর পর এবার মঞ্চ কাঁপাতে আসছেন মোদক পরিবারের নীপা। তবে এই নাচের প্রমো রীতিমতো ভাইরাল। ইতিমধ্যেই প্রিয় ড্যান্সারের নাচ দেখার অপেক্ষায় দিন গুনছেন ঐন্দ্রিলা অনুরাগীরা।
About Author