Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফোনে ‘AU’ নামে নম্বর সেভ, হেভিওয়েট অভিনেতাকে ফোন রিয়ার

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই মূল অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং। এরপরই খতিয়ে দেখা হয় তার…

Avatar

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই মূল অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং। এরপরই খতিয়ে দেখা হয় তার সমস্ত কল রেকর্ড। কাকে, কতবার ফোন করেছেন এই অভিনেত্রী সাথে কতক্ষণ কথা বলেছেন, যাবতীয় বিষয়গুলি খুঁটিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

সেখান থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিনয় জগতের বেশ নামীদামী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল তার। সেই তালিকায় রয়েছেন আমির খান, শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর, রানা ডগ্গুবতি, রকুলপ্রীত সিং প্রমুখ। একইসাথে রয়েছে একটি সন্দেহজনক নম্বর, যা রিয়ার ফোনে সেভ ছিল ‘AU’ নামে। এই নাম্বার থেকে অসংখ্যবার ফোন এসেছে তার কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আবার যখনই সেই নম্বরে ফোন করা হয়েছে অপরদিক থেকে ‘SU’ আদ্যাক্ষরের কেউ ফোন রিসিভ করেছে। এই ‘AU’ বা ‘SU’, এর পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই। অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের ট্যুইটার অ্যাকাউন্টের নাম ‘@AUThackeray’, অনেকের ধারণা তবে কি সুশান্ত আত্মহত্যা কান্ড ধামাচাপা দিতে চাইছে উদ্ধব ঠাকরের সরকার? যদিও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘AU’ দিয়ে রিয়া সেভ করেছিলেন বান্ধবী অনন্যা উদ্ধাসের নাম্বার।

উল্লেখযোগ্য, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী রিয়া একবার ফোন করেছিলেন আমির খানকে। তার জবাবে তিনটি এসএমএস করেছিলেন আমির। যদিও এই তথ্য সামনে আসতেই শুরু হয় জল্পনা, তবে পরিচালক ও প্রযোজক হিসেবে আমির খানের সঙ্গে এই যোগাযোগ যে তেমন অস্বাভাবিক ঘটনা নয় এমনটাই মনে করছেন একাংশ।

About Author
news-solid আরও পড়ুন