Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হট লুকে মা সিরিয়ালের ঝিলিক, মুহূর্তের মধ্যে ভাইরাল ছবি

Updated :  Monday, September 14, 2020 10:37 PM

‘মা’ ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের অভিনয় করে বাংলা ছোটপর্দার জগতে নজর কেড়েছিলেন তিথি বসু। সেদিনের সেই ছোট্ট ঝিলিক আজকে সোশ্যাল মিডিয়ায় তুফান তোলে স্টাইলের বন্যায়। ইতিমধ্যে পর্দার এপারের তিথির একাধিক ছবি জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়।

এবার ভাইরাল হল তিথির আরো একটি দৃষ্টিনন্দন লুক। সাদা রঙের স্টাইলিশ টপ ও কালো জিনসের প্যান্টে ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। স্টাইলিশ টপে বেরিয়ে রয়েছে পেটের নীচের দিকের অংশ। খোলা চুলও দুপাশে এলিয়ে রয়েছে বেশ স্টাইলিশ ভাবে। তবে ছবিতে মুখ কিন্তু দেখান নি তিথি। মুখের সামনে এক হাত দিয়ে ধরা রয়েছে মোবাইল ফোন, দৃষ্টি ফোনের স্ক্রিনে। ডান চোখের সামান্যই প্রকাশ করেছেন নেটিজেনদের জন্য।

তিথির এই স্টাইলিশ লুক ও অপ্রকাশিত মুখ তাঁর প্রতু কৌতূহল বাড়িয়ে তুলছে নেটিজেনদের। ইতিমধ্যে যথেষ্ট প্রশংসা পেয়েছে ঝিলিকের এই নতুন লুক।

 

View this post on Instagram

 

Not your barbie girl !?

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on