Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৩রা মে পর্যন্ত মিলবে না বেতন, কি হবে সংস্থার কর্মীদের!

Updated :  Monday, April 20, 2020 5:53 PM

দেশে চলছে দ্বিতীয় দফার লক ডাউন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩রা মে পর্যন্ত লক ডাউনকে দীর্ঘায়িত করেছেন। আর তার ফলেই সমস্যায় পড়েছে বিভিন্ন বিমান সংস্থাগুলি। সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকায় আপাতত কর্মহীন বিমান সংস্থাগুলি। তার ফলে গো-এয়ার বিমান সংস্থার তরফে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে লক ডাউনের শেষ দিন পর্যন্ত তারা কর্মবিরতি পাবেন কিন্তু তাঁদের বেতন দেওয়া হবে না।৩রা মে পর্যন্ত মিলবে না বেতন, কি হবে সংস্থার কর্মীদের!

প্রশ্ন উঠেছে, বেতন না দিলে কর্মীদের কি হবে! এছাড়া এয়ার লাইনসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩রা মে পর্যন্ত লিভ উইদাউট পে হবে। গত মার্চে এয়ার লাইনস সংস্থা রোটেশনাল ভিত্তিতে বেতন বন্ধের নির্দেশ দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামী ৪ঠা মে-এর পর কিছু নির্দিষ্ট বিমান চলবে।

আগামী ১লা জুন এয়ার ইন্ডিয়া আন্তজার্তিক বিমান পরিষেবা সচল করতে চায় তবে ভবিষ্যতের পরিস্থিতি মূল্যায়ন করেই নেওয়া হবে সিদ্ধান্ত। সূত্র জানাচ্ছে, মে মাসের ৩ তারিখ পর্যন্ত দেশীয় উড়ানের বুকিং নিলেও ৩১শে মে পর্যন্ত কোনো আন্তর্জাতিক উড়ানের বুকিং করা যাবে না।