Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বছরের শুরুতেই দাম বাড়ছে ইলেকট্রনিক সামগ্রীগুলির, এক নজরে দেখে নিন

নয়াদিল্লি: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ২০২১-কে স্বাগত জানাতে তৈরি সবাই। কিন্তু এর মধ্যে রয়েছে একটা খারাপ খবর। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো বেশ কিছু সামগ্রী ব্যায়বহুল হতে চলেছে নতুন…

Avatar

নয়াদিল্লি: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ২০২১-কে স্বাগত জানাতে তৈরি সবাই। কিন্তু এর মধ্যে রয়েছে একটা খারাপ খবর। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো বেশ কিছু সামগ্রী ব্যায়বহুল হতে চলেছে নতুন বছর থেকে।

পরের বছর থেকে  তামা, অ্যালুমিনিয়াম এবং স্টিলের দ্বারা তৈরি গৃহস্থালি সরঞ্জামের দাম বাড়বে। প্রতিবেদন অনুসারে, ১০ শতাংশ দাম বাড়তে পারে। এলজি, প্যানাসোনিক এবং থমসনের মতো সংস্থাগুলির টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন জনপ্রিয়। এই সংস্থাগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জানুয়ারি থেকে দাম বাড়বে। তবে সনি কোম্পানি এখনও পরিষ্কার করেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্যানাসনিক ইন্ডিয়ার সিইও মনীশ শর্মা বলেছেন যে জানুয়ারি থেকে দাম ৬-৭ শতাংশ বৃদ্ধি পাবে, পরে সেটা বেড়ে ১০-১১% হতে পারে। তারা যুক্তিও কাঁচামালে বৃদ্ধির ফলে উৎপাদিত পণ্যের মূল্য বাড়বে। অনেকটা একই দাবি এলজি কোম্পানিরও। সংস্থার এ কর্তা জানিয়েছেন, তাদের তৈরি পণ্য যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের দাম ৭-৮শতাংশ বাড়বে পারে। কাঁচামালে মূল্য বৃদ্ধির ফলেই এই পদক্ষেপ।

সনি এখনও নিজের অবস্থান স্পষ্ট করেনি। কিন্তু বাজারে বাকি কোম্পানি যখন দাম বাড়াচ্ছে, তখন সনি নিশ্চয়ই এই বিষয়ে কিছু বলবে বলে মনে করা হচ্ছে। ভারতে এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় এলইডি টিভি। কিন্তু নতুন বছরে দাম বাড়তে পারে এলইডি টিভির। সবথেকে বেশি এই টিভির দামই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

About Author