Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চতুর্থ দফার ভোটে বাংলায় মোতায়েন থাকছে ৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন

রাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক মামলা এবং সমস্যার কথা সামনে আসছে। আগামীকাল চতুর্থ দফা নির্বাচনে আর তার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল এই বারের নির্বাচনে কিন্তু…

Avatar

By

রাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক মামলা এবং সমস্যার কথা সামনে আসছে। আগামীকাল চতুর্থ দফা নির্বাচনে আর তার আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল এই বারের নির্বাচনে কিন্তু ৯০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারের নির্বাচনে ৪৪টি আসনে লড়াই হতে চলেছে। প্রথম তিন দফার নির্বাচনে বেশ কিছুটা অশান্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের। আর পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে প্রায় কোনরকম বিতরকের মুখোমুখি হতে চাইছে না নির্বাচন কমিশন।

তবে কেন্দ্রীয় বাহিনীর উপরে অভিযোগ কিন্তু কম হয়নি। চতুর্থ দফায় উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় নির্বাচন হতে চলেছে। এই দফার নির্বাচনে আলিপুরদুয়ারে মোতায়েন থাকবে ৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারুইপুরে থাকছে ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চন্দননগরে থাকবে ৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অপেক্ষাকৃত অনেকটা বেশি কোচবিহারে থাকবে ১৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ডায়মন্ড হারবারে থাকবে ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হুগলির গ্রামীণ অঞ্চলের জন্য রাখা হয়েছে ৯১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়া পুলিশ কমিশনারেটে থাকছে ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাওড়া গ্রামীণ এর এলাকায় ৩৭ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। জলপাইগুড়িতে ৬ কোম্পানি আধাসেনা থাকছে। কলকাতা পুলিশ কমিশনারেট এলাকায় ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। আর সবশেষে চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আপনাদের জানিয়ে রাখি এই দফায় আসনের মধ্যে হুগলির ১০টি, হাওড়ার ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, দক্ষিণ ২৪ পরগনার ১১টি, কোচবিহারের ৯ আসন মিলিয়ে সর্বমোট ৪৪ আসনের জন্য ভোট গ্রহণ করা হবে।

About Author