পেটের মেদ কমাতে আজ থেকেই খান এই ঘরোয়া টোটকা

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার :  রসুন ও মধু দুটোই শক্তিশালী অ্যান্টিবায়োটিক উপাদান যা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই দুই উপাদান একত্রে মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। এছাড়া এই দুই উপাদান একত্রে খাওয়ার আরেকটি উপকারী দিক আছে যা অনেকেরই অজানা। রসুন মধু পেটের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে খালি পেটে রসুন মধু একত্রে খেলে পেটের মেদ অনেকটাই ঝরে যায়। কিন্তু কিভাবে খাবেন রসুন ও মধু? আসুন জেনে নিই রসুন ও মধুর মিশ্রণটি তৈরির পদ্ধতি।

Advertisement

পদ্ধতি–

Advertisement

প্রথমে দুটো রসুন নিয়ে তার খোসা ছাড়িয়ে কোয়াগুলোকে ভালো করে পেস্ট করে নিন। এবার প্রতিদিন সকালে এক টেবিল-চামচ রসুনবাটা নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ মধু মিশিয়ে সকালে খালি পেটে খান। পেটের মেদ কমাতে এই মিশ্রণটি সবচেয়ে বেশি উপশমকারী। রসুন মধু একত্রে এভাবে খেতে অনেকেরই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে গ্লাস ঈষদুষ্ণ জল নিয়ে তার মধ্যে মিশ্রণটি মিশিয়ে খেতে পারেন।

Advertisement

Recent Posts