Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার রাতে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের পর ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। সেদিন রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল…

Avatar

মঙ্গলবার রাতে মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের পর ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। সেদিন রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। এই ভূমিকম্পের পর মেক্সিকোতে ১৫০০ বার আফটার শক অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎসস্থল ওয়াক্সাকা। এই এলাকা মেক্সিকো থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সূত্রের খবর অনুযায়ী, এই ভয়াবহ ভূমিকম্পের ফলে কমপক্ষে ২০০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বিপর্যয় মোকাবিলা দল জাতীয় সড়ক থেকে ধ্বংসাবশেষ তোলার কাজ করছে। এই ভূমিকম্পের ফলে ওয়াক্সাকর সালিনা ক্রুজে অবস্থিত শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানুষ ভয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে ভারতের বিভিন্ন এলাকাতেও গত দুই মাস ধরে বারবার ভূমিকম্পের খবর সামনে আসছে। যদিও ভূমিকম্পের তীব্রতা বেশি নয়, এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু তবুও মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। গতকাল ও মিজোরাম ও নাগাল্যান্ডে ভূমিকম্প হয়েছে। বারবার এই ভূমিকম্প থেকে বড়সড় দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

About Author