Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শীতের মরসুমেও বাড়ছে আলুর দাম, কপালে ভাঁজ মধ্যবিত্তের

একে পেঁয়াজে রক্ষে নেই, দোসর আলু। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রতিটি জিনিসের দাম। আনাজপত্রের বাজারে আগুন লাগার অবস্থা, হাত দেওয়া যাচ্ছে না সবজিতে।…

Avatar

একে পেঁয়াজে রক্ষে নেই, দোসর আলু। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রতিটি জিনিসের দাম। আনাজপত্রের বাজারে আগুন লাগার অবস্থা, হাত দেওয়া যাচ্ছে না সবজিতে। শীতকালে সবজির এমন দাম বৃদ্ধিতে হেঁসেল ঠেলতে দম বন্ধ হতে বসেছে সাধারণ মানুষের।

অনেক দিন থেকেই পেঁয়াজের দাম নাগালের বাইরে। এবার আলুর দামও আকাশছোঁয়া।শীতের মরসুমে আলুর দাম বৃদ্ধিতে সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে বাঙালিকে। বাঙালির বরাবরের প্রিয় খাদ্য তালিকায় আলু উপরের দিকে থাকে। এমন কোন খাবার নেই যেখানে আলুর ব্যবহার করে না বাঙালি। আবার অভাবের সংসারেও ত্রাতার ভূমিকা নেয় আলু। কোন কিছু না থাকলে আলু ভাতে ভাত দিয়ে যে কোন সময়ের খাওয়া সারতে পারে তারা। তবে এবার সেই আলুই অগ্নিমূল্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের

শীতের মরসুমে প্রতি বছর যেখানে আলু কেজি প্রতি ১০ টাকায় পাওয়া যায়। এবার সেখানে ২৫ ছুঁয়েছে। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উঠে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ নাম। ঘূর্ণিঝড়ের কারণ ফলন ভালো না হওয়ায় আলুর যোগান কমেছে। শুধু আলু নয়, দাম বাড়ছে অন্যান্য শাকসবজিরও। খোলা বাজারে বেগুন, টমেটো কেজি প্রতি ৪০ টাকা ছুঁয়েছে। কড়াইশুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়।

About Author