Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটিতেও প্রতিবারের মতো এবারও হবে দুর্গাপুজো

Updated :  Wednesday, September 18, 2019 5:33 PM

আর কয়েকদিন পরেই পুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে পশ্চিমবঙ্গের বাঙালিদের পাশাপাশি মাতবে ভিন দেশে বসবাসকারী বাঙালিরাও। দেখে নিন এমনই কিছু বিদেশের পুজো আর তাদের আয়োজন।

বাঙালিরা এক জায়গায় জড়ো হলে দুর্গা পুজো তো হবেই। সে স্বদেশই হোক, আর বিদেশ৷ তাই বাংলার পাশাপাশি প্রতিবছর পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে সুদূর সিঙ্গাপুরের মাটিও। সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটিতেও প্রতিবারের মতো এবারও হবে দুর্গাপুজো। এখানেও পুজোর যাবতীয় সরঞ্জাম আসছে কলকাতা থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, কলকাতা থেকেই আসছে তাদের ঠাকুর। এখানেও পুজোর ৫ দিন জমিয়ে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া সবই চলবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। সেখানে রয়েছে বাড়িতে বানানো খাবারের নানারকম সম্ভার। শুধু এই নয়, গয়না-পোশাক সবই বিক্রি হচ্ছে সেখানে৷ পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এখানে পুজোর যাবতীয় জিনিস, পুরোহিত, ঢাকি সবই আসে কলকাতা থেকে। আসেন কলকাতার সেলেবরাও। সঙ্গে থাকে বাচ্চাদের নাচ-গান-নাটক-আবৃতি। তার সঙ্গে রয়েছে ফ্যাশন শো।