Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুর্গাপুজোর ১০ দফা গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার, দেখুন একনজরে

Updated :  Tuesday, September 29, 2020 10:01 AM

কলকাতা: আর মাত্র পুজো আসতে কয়েকটা দিন বাকি। দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে অবস্থাটা যথেষ্ট উদ্বেগজনক। তারই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতে চলেছে। সমস্তরকম স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ববিধি মেনে যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেদিকে নজর দিতে চাইছে রাজ্য প্রশাসন। আর তাই দুর্গাপূজো গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার।

এবার এক নজরে দেখে নিন গাইডলাইনে কী কী বলা হয়েছে।….

● প্রত্যেক পুজো কমিটিগুলিকে খোলামেলা বড় প্যান্ডেল করতে হবে। ঢোকা ও বেরোনোর গেট আলাদা রাখতে হবে।

● মাস্ক পরেই প্যান্ডেলে আসতে হবে দর্শকদের। যদি কেউ না আসে, সে জন্য প্যান্ডেল কর্তৃপক্ষকে মাস্কের ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার।

● পুজোমণ্ডপ বা তার আশপাশে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

● সেরা পুজো বাছাইয়ের ক্ষেত্রে বিচারকদের বড় দ্ল্ল মণ্ডপে এসে ভিড় করতে পারবে না। উল্টে সমস্ত পুজো বাছাইয়ের কাজ যদি ভার্চুয়ালি করা যায় তাহলেই ভাল হবে।

● সোশ্যাল মিডিয়া ও বৈদ্যুতিন মাধ্যমে নিয়মিত চলবে পুজোর প্রচার।

● পুজোর উদ্বোধন ও বিসর্জন দুইই করতে হবে ন্যূনতম লোক নিয়ে। উদ্বোধন করতে হবে যতটা সম্ভব ভার্চুয়ালি।

● পুজো ও তৎসংলগ্ন সমস্ত অনুমোদন অনলাইনে করতে হবে।

● ভিড় এড়ানোর জন্য আরও বেশি দিন ধরে খোলা রাখা যেতে পারে প্যান্ডেল। তাই তৃতীয়া থেকেই উদ্বোধন হতে পারে পুজোর।

● পুজোর পরে কোনও কার্নিভাল হবে না।

● সরকারি ও বেসরকারি সংস্থার সমস্ত নীতি ও নির্দেশ মেনে চলতে হবে পুজো কমিটিগুলিকে এবং দর্শকদেরও। কোনও নিয়মের অন্যথাও করা যাবে না।