রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে সরকারি প্রকল্প নিয়ে পৌছে গেল তৃণমূল সরকার, ইতিমধ্যেই যুক্ত হলেন পশ্চিমবঙ্গের এক কোটি মানুষ

Advertisement

Advertisement

কর্মসূচি শুরুর দিনে অর্থাৎ প্রথম শিবির তৈরির দিনে পৌঁছে ছিল প্রায় ২ লক্ষ মানুষের কাছে। এইবারে আস্তে আস্তে কর্মসূচি শুরুর ১৮ দিনের মাথায় দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প পৌঁছে গেল পশ্চিমবঙ্গের ১ কোটির বেশি মানুষের কাছে। অর্থাৎ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের চালু করা দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের কাছে নিজের অভাব-অভিযোগের কথা বলেছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষ। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত সবথেকে বেশি চাহিদা কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পের। এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য অনেকেই রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি এবারে খুলে দেওয়া হয়েছে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় মানবিক প্রকল্প কাউন্টার। এই কাউন্টার এর মাধ্যমে আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এর মত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

Advertisement

রাজ্যের প্রতিটি মানুষকে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত পয়লা ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করে দিয়েছেন। সেদিন থেকে টানা দুই মাস ধরে রাজ্যের প্রতিটি কোনায় চারটি পর্যায় করে ২২,০০০ ক্যাম্প স্থাপন করা হবে এই প্রকল্পের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে এবার সরকার পৌঁছে যাচ্ছে। তাই এই মুহূর্তে যার যা অভাব-অভিযোগ, যে প্রকল্পের সুবিধা পাওয়া যায়নি, সেই সব কিছু গিয়ে করিয়ে নিন আপনার নির্দিষ্ট ব্লকে।

Advertisement

যদিও এই প্রকল্প নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বারংবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছে। তবে, নানা মহলের মানুষ এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে ন। রাজ্য সরকারের কর্মচারীরাও জানিয়েছেন, এভাবে প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে সরকারকে নিয়ে গিয়ে প্রত্যেকের অভাব-অভিযোগ খুব ভালোভাবে জানা যাচ্ছে। প্রত্যেককে সাহায্য করা সম্ভব হচ্ছে। এই প্রকল্প অত্যন্ত ভালো একটি প্রকল্প বলেও অনেকে জানিয়েছেন। তারা জানিয়েছেন, ইতিমধ্যেই এক কোটি মানুষ এই প্রকল্প গ্রহণ করতে এসেছেন। বিশিষ্ট মহলের মানুষেরা জানিয়েছেন, যদি এইভাবে এক কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চান তাহলে, একই সাথে তাদের পরিবারের সদস্যরাও এই সুবিধার সুযোগ পাবেন।

Advertisement

রাজনৈতিক মহলের ধারণা, এই প্রকল্প যদি ঠিকভাবে সম্পন্ন করা হয় তাহলে আগামী ,২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে। শিবিরে এসে দেখা যাচ্ছে অনেকে এই প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। অনেক বাকবিতণ্ডা দেখা যাচ্ছে। তবুও, অনেকেই মনে করছেন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিপুলসংখ্যক মানুষ জন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

Recent Posts