Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sourav-Dona: দাদাগিরির মঞ্চেই সৌরভকে প্রেম নিবেদন ডোনার, ভাইরাল প্রোমো

দাদাগিরি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। এই শোতে প্রতি পর্বে থাকে নতুন নতুন চমক। সাধারণ থেকে তারকা, এমনকি খুদে প্রতিযোগিরাও আসেন এই শো'তে। সম্প্রতি ভালোবাসার দিনকে উপলক্ষ করে…

Avatar

দাদাগিরি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো। এই শোতে প্রতি পর্বে থাকে নতুন নতুন চমক। সাধারণ থেকে তারকা, এমনকি খুদে প্রতিযোগিরাও আসেন এই শো’তে। সম্প্রতি ভালোবাসার দিনকে উপলক্ষ করে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে দাদাগিরির মঞ্চে। সেখানেও থাকছে নতুন চমক। এদিন দাদাগিরির মঞ্চে সকলের সামনেই সৌরভকে ভালবাসার কথা জানাল ডোনা নিজে, ভাইরাল হয়েছে দাদাগিরির নতুন প্রোমো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভালোবাসার দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে দাদাগীরির মঞ্চে উপস্থিত থাকবে একাধিক প্রেমিক-প্রেমিকারা। এদিন ভিডিও বার্তা পাঠাবেন ডোনা গাঙ্গুলী নিজে। সেই ভিডিও এপিসোড চলাকালীন দেখানো হবে জয়েন্ট স্ক্রিনে। যা দেখে বেজায় লজ্জা পেতে দেখা গিয়েছে দাদাকেও। তার মতে ভালোবাসার থেকে ভালো জিনিস আর এই পৃথিবীতে হয় না। তার কথা শুনে বেজায় খুশি উপস্থিত প্রেমিক-প্রেমিকারাও।

ভালোবাসার দিন অথচ সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলীকে নিয়ে কথা হবে না, তা সম্ভব নয়। তারা সবসময় প্রেম করেই বিয়ে করেছিলেন। বলাই বাহুল্য, সেই সময় দাঁড়িয়ে তাদের প্রেম যথেষ্ট সাহসী ছিল। তাদের প্রেমে এত বছর পরেও যে এতটুকুও ভাটা পরেনি, তা স্পষ্ট বোঝা যায়। ডোনা গাঙ্গুলী নিজে জানিয়েছেন, তার ভ্যালেন্টাইন সৌরভই, তা আগেও ছিলো আর এখনও। যা শুনে রীতিমতো লজ্জা পেয়ে যান সৌরভ নিজেও। সম্প্রতি আসন্ন এপিষদে প্রমো ভাইরাল হওয়ার পর থেকেই উচ্ছ্বসিত দর্শকরাও। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভালোবাসার দিনের এই বিশেষ পর্ব দেখার জন্য। রবিবার ১৩’ই ফেব্রুয়ারি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই পর্ব।

About Author