Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মনে পড়ে ৯০ এর দশকের বলি ডিভা রম্ভ্রা ইন্দ্রানকে? তাঁর ছবি দেখে ফের ‘ক্রাশ‘ খেলেন সিনেমাপ্রেমীরা

Updated :  Wednesday, July 24, 2024 4:11 PM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ড এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিতর্ক যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ট্রেন্ডিং হয়ে ওঠে। এক কথায় বলা যায় এই বলিউড জগত বিভিন্ন রহস্যের সমাহার। এই বলিউড ইন্ড্রাস্ট্রিতে এমন অনেক তারকা কাজ করেছেন যারা এখন হারিয়ে গেলেও, একটা সময় তাঁদের শক্ত খুঁটি ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। আবার অনেকে কম কিছু সময় বলিউডে কাজ করে সিনেমাপ্রেমীদের মনে গভীর আঁচড় কেটে গেছেন। ৯০ এর দশকের ডিভা রম্ভ্রা ইন্দ্রান তাঁর উদাহরণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রম্ভ্রার সম্পর্কিত একটি পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে। আর তাই নিয়ে আজকের এই প্রতিবেদন।

রম্ভ্রা ইন্দ্রানের পরিচয়

আপনাদের জানিয়ে রাখি, রম্ভা ইন্দ্রান, একজন খ্যাতিমান অভিনেত্রী ও নৃত্যশিল্পী, যিনি তামিল, তেলুগু এবং মালয়ালম চলচ্চিত্র শিল্পে তার অসামান্য প্রতিভা প্রদর্শন করেছেন।১৯৯০ সালে, মাত্র ১৪ বছর বয়সে, রম্ভা ‘মনোহরা’ নামক একটি তামিল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ‘অন্নামালাই’, ‘পাণ্ডিয়ান’, ‘কাদাল’ এর মতো বেশ কিছু জনপ্রিয় তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯০-এর দশকের শেষভাগে, রম্ভা বলিউডে তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ১৯৯৯ সালে, তিনি ‘জয় হিন্দ’ নামক একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর তিনি ‘কুদরত’, ‘প্যার তো হোনা হি থা’, ‘ক্যাপ্টেন প্রেম সিংহ’ এর মতো বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তামিল, তেলুগু এবং মালয়ালম চলচ্চিত্রে অর্জিত জনপ্রিয়তার তুলনায় বলিউডে রম্ভার অভিনয় সীমিত সাফল্য লাভ করে। ভাষাগত বাধা এবং বলিউডের প্রতিযোগিতামূলক পরিবেশ তার পথে বাধা সৃষ্টি করে।

৯০ এর দশকের ডিভা রম্ভ্রা ইন্দ্রানের ছবি

তবে এইসব ৯০ এর দশকের কথা। ২০০৪ সালে, রম্ভা ভারতীয়-কানাডিয়ান এক ব্যবসায়ীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বর্তমানে দুটি সন্তান রয়েছে। লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই অভিনেত্রী। তবে ৯০ এর দশকের ডিভা রম্ভ্রা ইন্দ্রানের সৌন্দর্য্যের তারিফ করতে ভুলে যাননি সিনেমাপ্রেমীরা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করা হয়েছে যাতে দেখা যাচ্ছে রম্ভার পুরোনো কিছু ছবি। তবে ৯০ এর দশকের তুলনায় তাঁর বোল্ডনেস দেখে আপনিও লজ্জা পেয়ে যাবেন। এই পোস্ট দেখে সকলের নতুন করে ক্রাশ হয়ে উঠেছেন ৯০ এর দশকের ডিভা রম্ভ্রা ইন্দ্রান। এই পোস্টে প্রচুর মানুষ লাইক ও কমেন্ট করেছেন। আপনিও এই ইনস্টাগ্রামের পোস্ট দেখতে চাইলে এখানেই দেখে নিন।