Categories: নিউজ

গাড়িতে কন্ডোম না রাখলে জরিমানা! জানুন পুরোটা

Advertisement

Advertisement

কিছুদিন আগেই দিল্লির এক ক্যাব চালক দাবি করেছিলেন, ফার্স্ট এড বক্সে কন্ডোম না রাখার কারণে ট্রাফিক পুলিশ নাকি মোটা টাকা জরিমানা করেছে। তারপর থেকেই এই গুজব ছড়িয়েছে রাজধানীতে। ধর্মেন্দ্রর দাবি, ট্রাফিক পুলিশ নাকি চালানে একথাই লিখেছে, ফার্স্ট এড বক্সে কন্ডোম না রাখার ফলেই করা হল জরিমানা।

Advertisement

‘‌সমস্ত পাবলিক যানবাহনে সবসময় তিনটি করে কন্ডোম রাখা বাধ্যতামূলক করেছি আমরা এমনটাই জানিয়েছে দিল্লি সর্বোদয় চালক সংস্থার সভাপতি কমলজিৎ গিল।’

Advertisement

তবে সূত্রের খবর, কোনও ট্রাফিক পুলিশ যদি কন্ডোম না রাখার কারণে জরিমানা করেন, তা যেন অভিযোগ আকারে জানানো হয় নির্দিষ্ট জায়গায় এমনটাই জানানো হয়েছে আধিকারিকদের তরফ থেকে।

Advertisement

তবে আরও অনেক ক্যাব চালকের সাথে কথা বলে অনেক কিছু জানা গিয়েছে। রমেশ নামে একজন বলেছেন যে, তিনি এখন থেকে গাড়িতে কন্ডোম রাখছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সমস্যাই পড়েনি।