জ্যোতিষ

Vastu Tips: গৃহস্থ ঘরে এই ধরনের তুলসী ডেকে আনতে পারে অশান্তি, সাবধান থাকতে জানুন নাম

Advertisement

Advertisement

একটি গৃহস্থ পরিবার তখনই সুখে থাকে যখন সেখানে শান্তি বিরাজ করে। তবে সেই শান্তি নিমেষে নষ্ট করতে পারে একটি গাছ। সাধারণত বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ লাগানো শুভ লক্ষণ হিসেবে মানা হয়। তবে এক ধরনের তুলসী গাছ আছে যা গৃহস্থ বাড়িতে লাগালে দেখে আনতে পারে অমঙ্গল। সেই প্রসঙ্গেই নিম্নোক্ত প্রবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisement

সাধারণত দু’ধরনের তুলসী গাছ গৃহস্থ বাড়িতে লাগানো হয়ে থাকে। রামা ও শ্যামা এই দুই ধরনের তুলসী গাছ গৃহস্থ বাড়িতে সাধারণত লাগানো হয়ে থাকে। তবে আরেকধরনের তুলসী গাছ রয়েছে, যা গৃহস্থ বাড়িতে ভুলবশতও যদি লাগানো হয় তাহলে তার ডেকে আনতে পারে অনেক বড় অমঙ্গল। যার ফলে নষ্ট হয়ে যেতে পারে গৃহস্থের শান্তিও।

Advertisement

বন তুলসী কখনোই শুভ হয়না গৃহস্থ বাড়ির জন্য। বাড়ির সুষ্ঠ পরিবেশকেও নষ্ট করে দিতে পারে এই তুলসী গাছ। এমনকি এর প্রভাবে গৃহস্থ কলহ দেখা দেয়। মনোমালিন্য হতে থাকে কাছের মানুষগুলোর মধ্যে। গৃহস্থ মানুষগুলোর জীবনে রাহুর প্রভাবও প্রখর হতে থাকে। এমনকি সৃষ্টি হয় নানা বিপদের। নষ্ট হয়ে যায় একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ। বাড়ির ছোট সদস্যদেরও ভাগ্যের মোর ঘুরে যায়। এক্ষেত্রে বলাই বাহুল্য, বাড়িতে তুলসী গাছ লাগানোর আগে অবশ্যই ভালোভাবে খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন সেটি কোন ধরনের তুলসী গাছ। কারণ, শুভকামনায় যদি কোন গৃহস্থ বাড়িতে ভুলবশতও এই গাছ লাগিয়ে ফেলা হয় তাহলে, তা সমস্ত সুখ শান্তি নষ্ট করে দিতে পারে নিমেষে।

Advertisement
Tags: Vastu Tips

Recent Posts